সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির মধ্যে কোথায় কোথায় টা’কা রাখলে শ্রী’বৃ’দ্ধি ঘ’টে? কি বলছেন বাস্তুবিদরা

জীবনে চলার পথে প্রতি মুহুর্তে প্রয়োজন টাকার। অর্থই হল জীবনযাপনের বেঁচে থাকার প্রাথমিক রসদ। পর্যাপ্ত অর্থ ছাড়া অন্ন সংস্থানও সম্ভব নয়। আর প্রত্যেকেই চান তার সংসারে মা লক্ষ্মী যেন সুখে শান্তি তে বিরাজ করেন, যাতে তাদের সংসারে কখনও সুখসমৃদ্ধির অভাব না হয়।

কিন্তু টাকা থাকলেই তো আর হল না, তাকে ধরে রাখতে জানতে হবে। তাই আজকের প্রতিবেদনে কষ্টার্জিত টাকা আপনি কোথায় রাখবেন যাতে আপনার সংসার সবসময় ধনসম্পত্তিতে ভরে থাকে। বাস্তুবিদরা তাদের মতামতই জানিয়েছেন।

বাস্তুবিদদের মতে, ধনদেবী লক্ষ্মীর বসবাস বাড়ির দক্ষিণ দিকে। তাই বাড়িতে থাকা টাকাপয়সা উত্তর দিকে রাখুন, আর তাতেই আপনার ধনসম্পদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে।

আরো পড়ুন: স্বামীকে হ’ত্যা করার জন্য একদিনে একসাথে তিন মহিলার ফাঁ’সি

বাড়িতে টাকাপয়সা রাখার আলমারি কখনও দক্ষিণমুখী করে রাখা উচিত নয়। কারণ ধনদেবী দক্ষিণ দিক দিয়ে এসে উত্তরে অধিষ্ঠান করেন বলে দাবি বাস্তুবিদদের। তাই দক্ষিণ দিকে আলমারি রাখা অশুভ।

উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম কোণে কখনও আলমারি রাখবেন না। এমনকি ঠাকুর ঘরে মাসিক খরচের টাকা রাখা একেবারেই উচিত নয়। তবে লক্ষ্মীদেবীর আসনে সামান্য অর্থ অবশ্যই রাখতে হবে।

দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে বসে বা দাঁড়িয়ে টাকা রাখা উচিত। কখনও বাম হাতে টাকা রাখা ঠিক নয়। অবশ্যই ডান হাত দিয়ে রাখতে হবে। না হলে কষ্ট করে উপার্জন করা টাকার কোনো হিসেব থাকবে না, সবই খরচ হয়ে যাবে।

বাস্তুবিদরা মনে করেন, পরিষ্কার ঘরই লক্ষ্মীদেবীর বসবাসের জন্য উপযুক্ত জায়গা। তাই সবসময় বাড়ি পরিষ্কার রাখা ভালো।জানলার পাশে টাকা রাখা উচিত নয় বলে দাবি করেছেন বাস্তুবিদরা। কারণ প্রথমত, তাতে টাকা চুরি হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, বাস্তুমত এই জায়গা টাকা রাখার জন্য মোটেও ভালো নয়।

যেহেতু অনেকগুলি ঘর নিয়ে একটি বাড়ি তৈরি হয়, তাই বাড়ির প্রথম এবং শেষ ঘরে টাকা কখনোই রাখবেন না। সংসারে ধনসম্পদ বৃদ্ধি করতে চাইলে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রুপোর কয়েন রাখতে পারেন।

তবে সেই রুপোর কয়েনে ধনদেবীর ছবি অবশ্যই থাকতে হবে। টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র এক জায়গায় রাখা একেবারেই ঠিক নয়। টাকা রাখার জায়গা কখনও ফাঁকা রাখা ঠিক কাজ নয়। অন্তত ওই জায়গায় ১টাকাও রাখতে হবে।