সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোনালী ব্যাঙে ভ’রে গিয়েছে গোটা জলাশয়, ভিডিও দেখে হ’ত’বা’ক সকলেই

সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই আমরা দেখতে পাই বা জানতে পারি যেগুলো আমাদের আশপাশ থেকে জানা যায়না। অনেক দূর দূরান্তের খবর আমরা আজ জানতে পারি। সেরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এক ব্যাক্তি শেয়ার করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে অগুনতি সোনালী রঙের হলুদ ব্যাঙ তে ভরে গেছে গোটা জলাশয়। শুধু তাই নয়, আকাশ বাতাস ভরে গেছে তাদের ডাকাডাকিতে। এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পরভিন কাসোওয়ান। তিনি একজন ভারতীয় বনবিভাগের আধিকারিক।

মূলত বর্ষাকালে এমনিতেই ব্যাঙ এর দেখা মেলে। এদিক ওদিক থেকে গ্যাঙর গ্যাঙর শব্দে ভরে যায় বাড়ির আশপাশ। ওই সময়টিতে সাধারণত পুরুষ ব্যাঙ ডাকাডাকি করে মহিলা ব্যাঙকে আকৃষ্ট করার জন্য। এক্ষেত্রে বিষয়টা তাই হয়েছে। ভিডিওতে যে ব্যাঙগুলিকে দেখা যাচ্ছে, সেই ব্যাঙগুলিকে বলা হয় বুলফ্রগ।

আরো খবর: বিশ্বের রহস্যময়ী “সোনালী” ঘোড়া, দেখতে অসাধারণ

বছরের অন্য সময় এদের গায়ের রং অন্যরকম থাকলেও, বর্ষার সময় অর্থাৎ ব্যাঙেদের প্রেমের মরসুমে গায়ের রং খানিকটা বদলে ফেলে। এতে কতজন সঙ্গিনীর মন পায় একজন পুরুষ ব্যাঙ তা জানা না গেলেও তাদের এই কর্মকাণ্ডের জন্য যে জলাশয় কে দেখতে মুহূর্তের জন্য অসাধারণ হয়ে ওঠে সে কথা বলতেই হয়।

যে জায়গার ছবি এখানে দেখা যাচ্ছে সেটি মধ্যপ্রদেশের নরসিংহপুরে এলাকায়। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে প্রায় লক্ষেরও বেশি মানুষকে দেখে ফেলেছেন ভিডিওটি। ভিডিওটি শেয়ার সংখ্যা কিন্তু নেহাত কম নয়।

এ কথা বলতেই হয়, মহিলা ব্যাঙ দের মন ওই সোনালী বাং গুলো জয় করতে পেরেছে কিনা না জানা গেলেও মানুষের মন জয় করে নিয়েছে এই পুরুষ সোনালী ব্যাঙেদের দল টা নিঃসন্দেহে বলাই যায়।