সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ফোঁটা জলের জন্য এতটা ঝুঁ’কি নি’য়ে গ’ভী’র কুয়োতে নামছেন মহিলারা, ভিডিও ভাইরাল

জলের কষ্টে মানুষ কেমন অসহায় হয়ে রয়েছে, এক ফোঁটা জল খুঁজতেই তারা হেটে চলেছে মাইলের পর মাইল রাস্তা। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে সেখানেই দেখা যাচ্ছে, গ্রামের মহিলারা হেটে চলেছে কুয়োর সন্ধানে।

কিন্তু সেখানেও তেমনভাবে নেই জল, তবে নুড়িপাথরের কুয়োর বুকে যেখানি জল রয়েছে সেটুকুও হাতছাড়া করতে চায় না তারা। তাহলেই স্পষ্ট যে কি দারুণ জলকষ্টের মধ্যে রয়েছে তারা।

আমরা কুয়ো বলতে যেটা বুঝি সেটা কিন্তু নয়, আমাদের অনেকের এখানেই রয়েছে কুয়ো, যেখানে বালতি ফেললেই উঠে আসে বালতি ভর্তি জল। মধ্যপ্রদেশের ঘুসিয়া গ্রামের মহিলারা জলের সন্ধানে বেড়িয়েছে।

আরো পড়ুন: এখন থেকে স্নাতকস্তরে ভ’র্তি হ’বে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতেই, অনুমোদন মুখ্যমন্ত্রীর

একেবারে শুকনোর দিনে, হ্যান্ডপাম্প থেকেও মিলছে না জল। তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে কুয়োর দেওয়াল বেয়ে, একেবারে নিচে নেমে জল সংগ্রহ করছে। যদি এর মধ্যেই একবারের জন্য হাত ফসকে যায়, তাহলেই সর্বনাশ।

সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপি শাসিত রাজ্যের এমন অবস্থা। ৩১৩ টি ব্লকের মধ্যে ৮৪ টি ব্লক জল কষ্টে ভুগছে। লাখ লাখ মানুষ পানীয় জল পাচ্ছে না, গরম পরার সাথে সাথে গ্রামে শুরু হয়েছে জলের রেশনিং।

গ্রামের মানুষেরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, সরকারি নেতা মন্ত্রীরা ডেখা ডেয় ভোটের আগেই। জলের এত অভাব, এই কষ্ট দূর না হলে ভোটই দেব না। গ্রামের তিনটি কুয়ো জল শূন্য। গ্রামে পানীয় জলের উৎস সবই খালি। সরকারের এই নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।