সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের খোঁ’জ খবর কে নিচ্ছে? কে ওষুধ এ’নে দিচ্ছে? জেলে বসেই প্র’শ্ন অর্পিতার

প্রায় তিন সপ্তাহ কেটে গেছে দেশের প্রাক্তন মহাসচিব ও তাঁর ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এসএসসি দূর্নীতি কাণ্ডের জন্য। প্রায় ৫০ কোটি উদ্ধার করেছে ইডি তাদের ফ্ল্যাট থেকে। পাওয়া গেছে টাকা সহ কত শত সোনার বাট, গয়না , ও একটি কলমও। তাদের জামিনের আবেদন করলে সেই আবেদন ও খারিজ হয়ে যায়। এবং আরো ১৪দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁদের।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সী সেলে ও অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। পার্থ চট্টোপাধ্যায়কে নিজস্ব একটা কেবিন দেওয়া হয়েছে সে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ও করছেন কিন্তু দীর্ঘদিন বিলাস বহুল জীবনে অভ্যস্ত অর্পিতা কিছুতেই মানিয়ে নিতে পারছেন না।

তাছাড়া তার কোনো নিজস্ব কেবিন ও নেই। তাকে ২০/২২ জন মহিলার সাথে থাকতে হচ্ছে যা তাঁর খুবই অসুবিধে হচ্ছে। বারবার একা থাকতে চাওয়ার অনুরোধ করেছেন। তার পরেও তাকে ওখানেই রাখা হয়েছে। জেলে সারাদিন বেশি কারোর সঙ্গে কথা বলছেন না। চুপচাপই রয়েছেন। ইতিমধ্যেই নিয়মমাফিক জেলের তরফে তাঁকে বই দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ডিম প্র’তি দাম ২৫ টা’কা! নাজেহাল বাংলাদেশবাসী

তবে বই পড়ার ক্ষেত্রে খুব একটা মন নেই অর্পিতার। খবরের কাগজ তো একেবারেই নয়। তবে খাচ্ছেন জেলের দেওয়া খাবারই। এছাড়াও জেলে আরো সমস্যা হচ্ছে তার। থানার নিয়ম অনুযায়ী রক্তের সম্পর্কের মানুষ এবং আইনজীবী ছাড়া কেউ দেখা করতে পারবে না, কিন্তু তার তরফ থেকে বিশেষ কেউ না আসছে না ঠিকঠাক পোশাক পাচ্ছে বড্ডো অসুবিধেই হচ্ছে তার।

এই সব এত কিছুর মধ্যেই মায়ের জন্য বেশ চিন্তা করছেন অর্পিতা। মায়ের শরীর কেমন আছে সেই নিয়েই ব্যাকুল অর্পিতা।বারবার তার আইনজীবীর কাছে মায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

অথচ অর্পিতা গ্রেফতার হওয়ার পর তাঁর মা জানান যে অর্পিতা মূলত সপ্তাহে এক-দুবার তাঁর সাথে দেখা করতে আসতো। তাই তার এই উদ্বেগ কি সত্যিই নাকি অভিনয় সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছে অনেকেই।