সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার আকাশে আলোর র’হ’স্যটা কি? জেনে নিন স’ত্য কা’হি’নী

হঠাৎ করে আকাশে দেখা গেল এক রহস্যময় আলো। তখন সবে সবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য অস্ত গিয়েছে অনেকক্ষণ। ঘড়িতে সন্ধ্যে ৫ টা বেজে ৪৭ মিনিট। এমন সময় উজ্জ্বল আলোর রোশনাইতে ভরে গেল গোটা আকাশ। কিন্তু কিসের আলো? কোথা থেকে এসেছে এই জোরালো আলো। এক নজরে দেখলে মনে হবে যেন আকাশে কেউ সার্চলাইট জ্বেলে দিয়েছে। তবে কি এলিয়েনরা এসে ভিড় জমিয়েছে পৃথিবীর আকাশে!

নাকি কোনো গ্রহাণু ছিটকে পড়তে চলেছে। অথবা ধুমকেতু পৃথিবীর মাটিতে আছড়ে পড়বে! এমন নানান প্রশ্ন ভিড় করে এসেছিল দক্ষিণ বঙ্গের মানুষের মাথায়। ততক্ষণে হলুস্থুল লেগে গিয়েছে। বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মুর্শিদাবাদ প্রতিটি জেলা থেকেই একই দৃশ্য দেখা গিয়েছে। এই রহস্যের উদঘাটন করতে তৎপর হয়েছেন অনেকেই।কেউ কেউ বলছেন সুন্দরবনের ড্রোন ওড়ানো হয়েছে তাই এমন আলো এসে পড়েছে।

কিন্তু অবশেষে জানা গেল এর আসল কারণ।বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে যে আচমকা আলো দেখা গিয়েছিল তা আসলে ক্ষেপনাস্ত্রের আলো। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ওড়িশা থেকে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ পরীক্ষা করা হয়েছে। অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

আরো খবর: দেশের সবচেয়ে দা’মি সুপারকার এই ব্যবসায়ীর কাছে, মূ’ল্য মা’ত্র ১২ কো’টি

ওড়িশার কামাল আইল্যান্ড থেকে সফলভাবে ওই ক্ষেপণাস্ত্র মহাকাশে পাঠানো হয়েছে। জানিয়েছেন বিজ্ঞানীরা এবং প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রথমবার পাঠানো হলো অগ্নি ৫। যা ভারতের ইতিহাসে নিঃসন্দেহে এক ঐতিহাসিক কান্ড। আর এই ঐতিহাসিক কান্ড নিয়েই শোরগোল পড়ে গিয়েছে মানুষের মধ্যে। তবে শুধুমাত্র এই বঙ্গই নয় ওপার বাংলাতেও এই আলোর রোশনাই চোখে পড়েছে।