সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ মাসেই মো’হ’ভ’ঙ্গ, তৃণমূল ছা’ড়’লে’ন একাধিক হেভিওয়েট

ফের বড়সড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় দল গঠন করার আগেই জোর ধাক্কা খেলো তৃণমূলের জোট। মাত্র তিন মাসেই তৃণমূলের মায়া কাটিয়ে দলত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি দল ছাড়লেন। জোট নিয়ে দলকে সর্বভারতীয় স্তরে তুলে ধরার তৃণমূলের স্বপ্ন ধাক্কা খেলো।

Goa: Ex MLA Lavu Mamledar quits TMC - Goa Chronicle

তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ গোয়াকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল। তাই তিনি তার প্রতিবাদ জানিয়ে তৃণমূল দলত্যাগ করলেন। তবে গোয়ার প্রাক্তন বিধায়ক একা নন, তার সঙ্গে তৃণমূল দল ত্যাগ করলেন আরো চারজন সদস্য।

মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির বিধায়ক ছিলেন লাভু মামলেদার। তিনি তিন মাস আগে তৃণমূল দলে যোগ দিয়েছিলেন। তার সঙ্গে তৃণমূল দল ত্যাগ করে ফিরে গেলেন রাম মান্দ্রেকর, কিশোর পারওয়ার, কোমল পারওয়ার, এবং সুজয় মালিক। কাজেই বিধানসভা নির্বাচনের আগে গোয়াতে জোর ধাক্কা খেলো তৃণমূল।