সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি এখনো বেঁ’চে আছি! আদালতে নিজেকে জী’ব’ন্ত প্রমাণ করতে গিয়েই প্র’য়া’ত হলেন বৃদ্ধ

রবি ঠাকুরের গল্প এবার বাস্তব জীবনে। ঠিক যেমন কাদম্বিনী নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছিলেন তিনি মরেননি। এও তেমনি এক বৃদ্ধের কাহিনী যাকে মরে গিয়ে প্রমাণ দিতে হলো তিনি এতদিন মরেননি। ঘটনাটি উত্তরপ্রদেশের সন্ত কবীরের নগরের। যে ব্যক্তিত্বকে ঘিরে এই কাণ্ড তিনি একজন ৭০ বছরের বৃদ্ধ। যার নাম খেলোই।

২০১৬ সালে তাঁরই দাদা যার নাম ফেরোই তিনি মারা গিয়েছিলেন অথচ সরকারের খাতায়-কলমে নাম উঠেছিল খেলোইয়ের অথচ তিনি দিব্যি বেঁচে রয়েছেন। তবে শুধুমাত্র সরকারি খাতায়-কলমে মৃতই নয় তাঁর সমস্ত জমি জমা ফিরোইয়ের স্ত্রী ও ছেলের নামে নথিভুক্ত করে দেন সরকারি আধিকারিকরা। তাও শুধুমাত্র ঘুষের বিনিময়ে।

এ সমস্ত কিছুই যখন জানতে পারে খেলোই তখন অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তবুও তিনি হার মানেননি। খেলোই জীবিত থাকার প্রমাণের জন্য লড়াই করতে থাকেন টানা ছয় বছর ধরে। লড়াই করেন তিনি ৭০ বছরের বয়সে এসেও। তাঁর যে অদম্য লড়াই করার ক্ষমতা তা দেখে আশ্চর্য হতে হয় বৈকি।

আরো পড়ুন: হা’তে তেমন প্রজেক্ট নেই, ফে’র নতুন করে বাংলা টেলিভিশনে কম টা’কা’য় কা’জ করবেন মিঠুন চক্রবর্তী

পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছেও বারবার জীবিত হওয়ার প্রমাণ দিয়েছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত কোন লাভ না হওয়াতে তিনি মামলা করেন। মামলার শুনানির দিন আদালতে হাজির হয় খেলোই কিন্তু বিচারকের সামনে সমস্ত সত্যিই বলবার আগেই মৃত্যু হয় তাঁর। ভাগ্য বড়ই নিষ্ঠুর তাঁর প্রতি নাহলে এমনটা ঘটতো না।