সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তবেও আছেন “বজরঙ্গি ভাইজান”, হা’রি’য়ে যাওয়া পাকিস্তানি শিশুকে বাবার হা’তে তু’লে দিলো BSF

ভারতের সৈনিকরা এবার শত্রুতাকে সরিয়ে রেখে আবারও সেই রূপই দেখাল। ভারতের সঙ্গে একাধিক রাজ্যে সীমানা ভাগ করে নিয়েছে পাকিস্তান। তেমনি পাঞ্জাবেও রয়েছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে ।

একটি তিন বছরের পাকিস্তানি শিশু সেই সীমানা দিয়েই ভারতে প্রবেশ করেছিল। তাকেই পাকিস্তানের পরিবারের হাতে তুলে দিল বিএসএফ। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ঘটনাটি ঘটেছে।

বিএসএফ জওয়ানরা একটি শিশুকে কাঁদতে দেখেছিল আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে । পাহারারত জওয়ানরা জানিয়েছেন শিশুটি কাঁদতে কাঁদতে বার বার ‘বাবা বাবা’ বলে ডাকছিল।

আরো পড়ুন: মিকা সিং হতে চলেছেন কলকাতার জামাই! কোন বাঙালি কন্যাকে বি’য়ে করছেন গায়ক?

বিষয়টি বুঝতেই পেরেই পাকিস্তানি সেনাদের খবর দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। তার পরেই দুই পক্ষই সীমান্তে ফ্ল্যাগ মিটিং করে। বৈঠক শেষে বাবার উপস্থিতিতে পাকিস্তানি রেঞ্জার্সের কাছে তিন বছরের শিশুটিকে হস্তান্তর করে ভারতীয় সেনা।

এর আগেও একাধিকবার ভুল করে ভারতে আসা একাধিক জনকে আইনি নিয়ম মেনে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে ভারত। তবে, ভুলে করে ভারতের কেউ পাকিস্তানে প্রবেশ করলে প্রতিবেশী দেশ খুব সহজে তাদের এদেশে ফেরায় না। ভুলে সিমান পেরানোর কারণে বহু ভারতীয় পাকিস্তানের জেলে এখানও বন্দী।