সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গল ও কেতু গ্রহের অবস্থানে অ’শু’ভ নবপঞ্চম যোগ, এই ৪ রাশির লোকেরা হবেন দু’র্ভো’গে’র শি’কা’র

বৈদিক শাস্ত্র মতে আমাদের রাশি গুলির ওপর গ্রহের একটি ভালো ও মন্দ প্রভাব সব সময় থাকে। ভালো প্রভাবে অনেক শুভঃ জিনিস জীবনে ঘটে আর খারাপ প্রভাবে অশুভ কিছু জিনিস ঘটে। আর ঠিক তেমনি মঙ্গল ও কেতু গ্রহের অবস্থান অনুযায়ী কিছু রাশির জীবনে খুব খারাপ সময় আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। সব রাশিতেই এর প্রভাব পড়লেও বেশ কিছু রাশির জাতকদের দুর্ভোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

কারণ ১৬ অক্টোবর মিথুন রাশিতে মঙ্গলের গোচর হয়েছিল। এই গোচরের পর কেতুর সঙ্গে মঙ্গলের একটি অশুভ যোগ তৈরি হয়েছে। জ্যোতিষে এই দুই গ্রহকে বিস্ফোরক গ্রহ মনে করা হয়। এবার মঙ্গল ও কেতুর প্রভাবে সৃষ্ট নবপঞ্চম যোগকে অশুভ মনে করছে জ্যোতিষ শাস্ত্রবিদরা।

মেষ রাশি :- এই রাশিতে আগে থেকেই রাহু বিরাজমান তার উপর আবার মঙ্গল ও কেতুর নবপঞ্চম যোগ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত কষ্টকর প্রমাণিত হতে পারে। বাড়তে পারে নানা চিন্তা, অবসাদ। কেতুর প্রভাবও থাকছে তাই এই রাশির জাতকদের জীবনসঙ্গী অসুস্থ হয়ে পড়ার সম্ভবনাও রয়েছে। মেষ জাতকদের দুর্ঘটনার যোগ রয়েছে। বুক ও গলা সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিতে পারে তাই নিজের ও পরিবারের স্বাস্থের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন এই সময়ে।

আরো পড়ুন: দিওয়ালিতে মা লক্ষ্মীকে রাশি অনুযায়ী করুন নিবেদন, কা’ট’বে অ’ভা’ব

বৃষ রাশি :- এই রাশির গোচর কোষ্ঠীতে শত্রু রাশিতে বিরাজ করে অর্থ স্থানে অবস্থান করছে মঙ্গল। অন্য দিকে কেতু আপনার গোচর কোষ্ঠীর রোগ, আঘাতের স্থানে বিরাজ করছে তাই কোনো উচু জায়গা থেকে পড়ে যেতে পারেন তাই রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। রিলেটিভের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভবনা রয়েছে এই সময়ে। এছাড়াও এই সময় বুঝে খরচ করুন লোকসান হওয়ার প্রবণতা রয়েছে।

কর্কট রাশি:- কোনো রাশির জন্যই নবপঞ্চম যোগ ভালো নয়। আর এই সময়ে এই রাশির জাতকদের ও খুব খারাপ সময় চলছে। পরিবারের স্বাস্থের দিকে নজর দিন। মা, স্ত্রী, ঠাকুমা এদের শারীরিক অসুস্থতার সম্ভবনা রয়েছে। কোনো আইন আদালতের কাজ যদি এই সময় করার থাকে বিরত থাকুন। কারণ এই সময় সফল হওয়ার চান্স কম।

বৃশ্চিক রাশি :- এই রাশির গোচর কোষ্ঠীর অধিপতি মঙ্গল দুর্ঘটনার স্থানে বিরাজ করছে। আবার দ্বাদশ স্থানে বসে রয়েছে কেতু। তাই বৃশ্চিক জাতকদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। মঙ্গল ও কেতু দুর্ঘটনার যোগ তৈরি করেছে তাই রাস্তাঘাটে সাবধানে যাওয়া আসা করতে হবে। কোনো চুক্তি মূলক কাজ এখন বন্ধ রাখুন। এখন কোনো চুক্তিতে যাওয়া মোটেই ঠিক হবে না। এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন এই রাশির জাতিকা তাদেরও অতিরিক্ত যত্ন নিজেদের প্রতি নিতে হবে। এই সময় টা এই রাশি গুলোর জন্যই যথেষ্ট সাবধানে সময় বলে মনে করা হচ্ছে।

কিন্তু এই যোগ কি কাটানো যায়? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় :-
এই নবপঞ্চম যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা মঙ্গল ও কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য এই দুই গ্রহের বীজ মন্ত্র জপ করা উচিত। পাশাপাশি মঙ্গলবার উপবাস করুন। হনুমানের উপাসনা করলেও আগত সংকট অনেকটা কেটে যেতে পারে। উল্লেখ্য মঙ্গলের বীজমন্ত্রটি হল ওম ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ এবং কেতুর বীজ মন্ত্র হল ওম স্রাং স্রীং স্রৌং সঃ কেতবে নমঃ। এভাবে উপাসনা করলে অনেকটাই বিপদ কাটানো সম্ভব হবে।