Home লাইফস্টাইল দিওয়ালিতে মা লক্ষ্মীকে রাশি অনুযায়ী করুন নিবেদন, কা’ট’বে অ’ভা’ব

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিওয়ালিতে মা লক্ষ্মীকে রাশি অনুযায়ী করুন নিবেদন, কা’ট’বে অ’ভা’ব

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটা রাশির কর্মের ওপর তাদের ভালো মন্দ নির্ভর করছে। অনেক সময় আর্থিক দিক থেকে খুব খারাপ যায় কিছু কিছু রাশির সেই সময় মা লক্ষ্মীর ও সিদ্ধিদাতা গণেশের পূজা করলে সেই সকল অভাব, বাঁধা বিপত্তি কেটে গিয়ে আবার লাভের মুখ দেখতে পাওয়া যায় বলে মনে করা হয়।

আর সেই কারণেই জ্যোতিষশাস্ত্র মতে এই দীপাবলির সময় সূর্যাস্তের আগেই মা লক্ষ্মীর ও গণেশের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন রাশি কিভাবে উপাসনা করবেন এই দেবী ও দেবের।

মেষ রাশি :- এই রাশির জাতক জাতিকাদের অধিপতি মঙ্গল । তাই এই রাশির জাতক জাতিকাদের দীপাবলিতে দেবী লক্ষ্মীর পুজোয় লাল ফুল ব্যবহার করা উচিত । এছাড়াও লক্ষ্মীর পাঠ করে খুবই ভালো। এতে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এছাড়াও হনুমানজির পূজাও করতে পারেন।

বৃষ রাশি :- এই রাশির অধিপতি হলো শুক্র। তাই সমস্ত নিয়ম মেনে মা লক্ষ্মীর পূজা করা ও মন্ত্র জপ করা এই রাশির জন্য খুবই ভালো।

আরো পড়ুন: বঙ্গোপসাগরে তৈ’রি ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড়ের রূপ নে’বে? আগামী ২ দিনের আবহাওয়ার আপডেট দি’লো IMD

মিথুন রাশি :- এই রাশির অধিপতি বুধ । এই রাশির জাতক জাতিকাদের মা লক্ষ্মীর পূজায় ও গণেশ পুজোয় মোদক নিবেদন করুন এতে আর্থিক সমস্যা মিটে যাবে বলে মনে করা হয়।

কর্কট রাশি :- কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। এই রাশির জাতক জাতিকাদের দীপাবলির দিন লক্ষ্মী পুজোয় পদ্মফুল অর্পণ করা খুব শুভ বলে মানা হয়। এতে করে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

সিংহ রাশি :- এই রাশির জাতকদের অধিপতি হলেন সূর্য। তাই একটি পরিষ্কার বেদীতে মা লক্ষ্মীকে ও গণেশকে প্রতিষ্ঠা করে তবেই পূজো করতে হবে।

কন্যা রাশি:- মা লক্ষ্মীর পূজায় অবশ্যই পদ্মফুল দেবেন। তার সাথে ভোগে ক্ষীর দিন এতে মা লক্ষী প্রসন্ন হবেন।

তুলা রাশি :- দীপাবলির পুজোয় লাল রঙের কাপড় ও ফুল দেওয়া খুব শুভ এই রাশির জাতকদের জন্য।

বৃশ্চিক রাশি :- এই রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতকরা দেবী লক্ষ্মীর পূজায় যদি লাল সিঁদুর দেন তাহলে তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে বলে মনে করা হয়।

ধনু রাশি :- সূর্যকে এই রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়। তাই আর্থিক সমস্যায় ভুগলে এই দীপাবলির দিন যদি আপনি দেবী লক্ষ্মীকে সাদা পদ্ম নিবেদন করেন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে এবং আর্থিক সমস্যা মিটে যাবে।

মকর রাশি :- শনিকে মকর রাশির অধিপতি বলে মনে করা হয়, তাই দীপাবলির দিনে মাতা লক্ষ্মীর সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে।

কুম্ভ রাশি :- এই রাশির জাতকদের জন্য এই দীপাবলিতে মা লক্ষ্মীকে সাদা ধাতুর তৈরি কোনো জিনিস নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। এতে জীবনে অনেক ভালো কিছু হওয়ার সম্ভবনা থাকছে।

মীন রাশি:- এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। তাই মা লক্ষ্মীকে এইদিনে পারলে লাল চুনেরি বা ওড়না নিবেদন করুন এতে আপনার বিবাহিত জীবন সুখের হবে।