সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশ থেকে অদৃ’শ্য হ’য়ে যা’চ্ছে তারার ঝাঁ’ক! অবাক করা ত’থ্য দি’লো বিজ্ঞানীরা

একটা সময় ছিল যখন রাতে লোডশেডিং হয়ে গেলে সকলে বাড়ির ছাদে কিংবা উঠোনে বিছানা পেতে বসত। খোলা আকাশের নিচে শুয়ে অজস্র তারা দেখা যেত। কি সুন্দর লাগতো সেই আকাশটাকে। কিন্তু এখন আর অত তারা দেখতে পাওয়া যায়না। কিন্তু আগের মত তারা আর কেনো নেই আকাশে এই নিয়ে বিজ্ঞানীরা যা বলছেন তা খুবই আশঙ্কাজনক।

একটি বিখ্যাত জার্নাল ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে একটি রচনা। নাম ‘সিটিজেন সায়েন্টিস রিপোর্ট গ্লোবাল র‌্যাপিড রিডাকশনস ইন দ্য ভিজিবিলিটি অফ স্টার্স ফ্রম ২০১১ টু ২০২২’। গবেষকদের দাবি, প্রতি বছর ১০ শতাংশ করে বাড়ছে আকাশের উজ্জ্বলতা! এই উজ্জ্বলতার কারণ দূষণ। আর সেই কারণেই অন্ধকার আকাশ থেকে মুছে যাচ্ছে তারার ঝাঁক।

বলা হচ্ছে, একটি শিশু জন্মানোর সময় যদি আকাশে ২৫০টি তারা থাকে, তাহলে অষ্টাদশতম জন্মদিনে সে আকাশের দিকে তাকালে দেখতে পাবে ১০০টি তারা! পরিস্থিতি এতটাই ভয়াবহ। তাই সতর্ক করছেন বিজ্ঞানীরা। মূলত দূষণ বেড়ে যাওয়ার ফলেই এমন হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরো খবর: এবার কি-প্যাড ফোন থেকেই UPI পেমেন্ট ক’রা যাবে, ন’য়া নিয়ম নি’য়ে এ’লো RBI

গবেষকরা চেষ্টা করেছেন প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে আকাশের এই দ্রুত বাড়তে থাকা উজ্জ্বলতার গভীরে যাওয়ার। কিন্তু যত তাঁরা গবেষণা এগিয়ে নিয়ে গিয়েছেন তত পরিষ্কার হয়েছে দূষণের প্রভাব কীভাবে পড়ছে আকাশেও! তাই ইমিডিয়েটলি আমাদের দূষণ কমাতে হবে নয়তো একটা সময় এমন আসবে যখন আকাশে আমরা তারা গুনতে পারবো।

অগুনতি তারা আর দেখতে পাওয়া যাবে না আকাশে। কাজেই এই বিষয়টিতে নিয়মিত নজরদারি চালানোর প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে আলোর দূষণের দিকটি খতিয়ে দেখা দরকার। কারন রাতের আকাশে তারাদের দেখতে না পাওয়া পৃথিবীর জীবজগতের অস্তিত্বের বিপণ্ণতাকেও তুলে ধরছে। তাই এই তথ্যে সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা।