সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি-প্যাড ফোন থেকেই UPI পেমেন্ট ক’রা যাবে, ন’য়া নিয়ম নি’য়ে এ’লো RBI

বর্তমান সময় ডিজিটাল পেমেন্ট এর যুগ, লাইনে দাঁড়িয়ে টাকা তোলা কিংবা জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। বাড়িতে বসে ইউপিআই এর মাধ্যমে মানুষ এখন টাকার লেনদেন করে থাকে বেশিরভাগ। তবে তার জন্য দরকার স্মার্টফোন, আজকালকার যুগে স্মার্ট ফোন ছাড়া চলা খুবই অচল।

কিন্তু ঠিক স্মার্টফোনের এই রমরমা বাজারের মধ্যেই কিপ্যাড এর চাহিদাও দেখি আজকাল বাড়ছে। কারণ এবার কিপ্যাডের মাধ্যমে ও ইউপিআই পেমেন্ট করা সম্ভব জানিয়েছে আরবিআই। এবার থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য স্মার্টফোন বাধ্যতামূলক এর কোন মানে নেই, বর্তমান সময়ের এই সমাধান সত্যিই অবাক করার মত।

এবার কি-প্যাডযুক্ত বেসিক ফোনেও জুড়ছে Unified Payments Interface (UPI) ফিচার। UPI 123PAY-র মাধ্যমে এবার থেকে ডিজিটাল ট্রান্সাকশন করতে পারবেন ফিচার ফোন ইউজাররাও, যেটা দারুন আকর্ষণীয় বলেই মনে করা হচ্ছে।

আরো খবর: দিতিপ্রিয়ার পো’স্ট ঘি’রে নেটপা’ড়া সরগরম, উৎসুক জ’ন’তা’র প্রশ্ন কে সে?

আমরা সবাই যেটা জানি ইউপিআই ব্যবহার করার জন্য ইন্টারনেট বাধ্যতামূলক কিন্তু তার সমাধানও করেছে আর বিআই।কারণ এবার UPI 123PAY ব্যবহার করার জন্য কোনও রকম ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না ইউজারের।

তবে এই কি প্যাড ফোনের মাধ্যমে ইউপিআই ট্রানজেকশন করার কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম হল IVR নম্বরের ব্যবহার করে বা ফিচার ফোনের অ্যাপ ব্যবহার করে করা যাবে পেমেন্ট, বা আপনি মিসড কলের মাধ্যমেও টাকা ট্রান্সফার করতে পারবেন ও শেষের পদ্ধতি হল proximity sound-based payments-এর ব্যবহারের মাধ্যমেও এই টাকা ট্রান্সফার করা যাবে।