সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘অপ্রয়োজনীয়’ বিলাসী পণ্য আমদানি নি’ষি’দ্ধ করল পাকিস্তান

মহামারি আর ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেখা দেওয়া গভীর অর্থনৈতিক সংকট পাকিস্তানে।এবার পাকিস্তানের সরকার ‌‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় ৩৮টি অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দিয়েছেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইটারে এক বার্তায় বলেন, এ সিদ্ধান্তে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা করবে।

আমরা কৃচ্ছ্রতা চর্চা করব এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালীরা এই চেষ্টার অগ্রভাবে থাকবেন। তারা মিতব্যয়ী হবেন, যাতে আমাদের মধ্যে কম সুবিধাভোগীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। দৃঢ়তা ও সংকল্পের মাধ্যমে দেশের মানুষ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবে বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন: SSC দু’র্নী’তি নিয়ে বড়ো খবর, নতুন করে FIR দা’য়ে’র করলো CBI

গেল কয়েক সপ্তাহ ধরে রুপির বিপরীতে ডলারের দাম উল্কার গতিতে বাড়ছে। এতে অতিরিক্ত আমদানি খরচ বহন করতে হচ্ছে ইসলামাবাদকে। এতে বৈদেশিক মুদ্রার মজুত ফুরিয়ে যাওয়া কিংবা ঘাটতি তৈরি হতে পারে।

পাকিস্তানের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সব রেকর্ড ভেঙে ডলারের দাম বেড়ে ২০০ রুপি হয়েছে। সংবাদ সম্মেলনে মরিয়ম জাহাঙ্গীর নিশ্চিত করে বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে শাহবাজ শরিফ দিন-রাত কাজ করছেন।

তিনি আরও জানান, যেসব বিলাসী দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করেন না। যার মধ্যে দামি গাড়িও রয়েছে।