সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুগারের ওষুধ এখন আগের থেকে অনেকটা স’স্তা হচ্ছে, কমছে ৮৪ টি জরুরি ওষুধের দা’ম

ডায়াবেটিস, রক্তচাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমছে। কেন্দ্রীয় সরকারি কমিটি মোট ৮৪টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম বেঁধে দিয়েছে ।

এই সরকারি নিয়ন্ত্রক সংস্থা হল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইস অথরিটি বা এনপিপিএ। যা গোটা দেশে ওষুধের মূল্য নির্ধারণ করে। ওষুধের দাম নিয়ন্ত্রণ করে।

এক বিজ্ঞপ্তি জারি করে সেই এনপিপিএ-ই এই নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ওষুধের নতুন দাম কার্যকর হতে জুলাই শেষ। চলতি মাসের শেষ থেকেই বাজার থেকে সস্তায় ৮৪টি জরুরি ওষুধ কিনতে পারবে মানুষ।

আরো পড়ুন: এই পাখির বি’ষ্ঠা থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দা’মি কফি, একবার চু’মু’ক দিয়েই দেখুন

ডায়াবেটিসের রোগীরা এনপিপিএ ওষুধের দাম কমানোয় সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছেন। টাইপ-টু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত সিটাগ্লিপটিন ফসফেটের ১০টি ওষুধের এক পাতা এখন বিক্রি হয় ৩৪৭ টাকায়।

সেটাই এবার এক পাতার দাম কমে দাঁড়াচ্ছে ৮৯ থেকে ২১০ টাকা। প্যারাসিটামলেরও দাম কমছে। ১০টি প্যারাসিটামলের এক পাতা দাম ৩০.৯ টাকা কমে দাঁড়াচ্ছে ২৮ টাকা।