সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজো নিয়ে নতুন গাইডলাইন হাইকোর্টের, এই কাজটি করলেই মি’ল’বে অঞ্জলি ও সিঁদুর খেলায় ছা’ড়

গতবছরের থেকে করোনা মহামারীর জন্য গোটা দেশের সাধারণ মানুষের জীবনযাপন ব্যতীত হচ্ছে। সমস্ত কিছুই যেনো এখন থমকে গেছে । করোনায় বিশ্বে যে রকম আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আতঙ্ক থেকে বেরোতে এখনো যথেষ্ট সময় লাগবে সাধারন মানুষের। যেভাবে দিনের-পর-দিন করোনা পরিস্থিতির মধ্যে মানুষ তাদের স্বজনদের হারিয়েছে তার ব্যথা এখনো দগদগে।

গতবছরে দুর্গাপুজোয় যথেষ্ট গাইডলাইন মেনে চলতে হয়েছিল সাধারণ মানুষকে, তবে চলতি বছরে তৃতীয় ঢেউয়ের এর আশঙ্কায় দুর্গাপুজোয় কিছু গাইডলাইন ঘোষণা করা হলো হাইকোর্টের তরফ থেকে। বর্তমানে দুটো টিকা ছাড়া কোন জায়গাতেই হচ্ছে না সাধারন মানুষদের প্রবেশ সেটা দেশের মধ্যে ঘুরতে যাওয়া হোক কিংবা বিদেশে। তবে এ বছর পুজোর মন্ডপে ও এমন গাইডলাইন আনা হলো যা ভ্যাকসিনকে কেন্দ্র করে।

সিঁদুর খেলাতে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই প্রয়োজন দুটো টিকার ডোজ। আর মাএ কয়েকটা দিন তারপর, শুরু হয়ে যাবে পুজোর দিন, মণ্ডপে যথেষ্ট গাইডলাইনস রয়েছে দর্শকদের জন্য। এরইমধ্যে হাইকোর্টের তরফ থেকে সিঁদুরখেলাতেও অংশ নেওয়ার ব্যাপারেও গাইডলাইন তৈরি করা হলো। যদি কোন মন্ডপে করোনা সংক্রান্ত বিধি নিষেধ না মানা হয় তবে পুলিশের অধিকার থাকছে সেইখানের পুজো বন্ধ করে দেওয়ার।

হাইকোর্টে বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চে দূর্গা উৎসব সম্পর্কে মামলার রায় ঘোষনা করেন এবং সেইদিনই আদালতে থেকে জানানো হয় সিঁদুর খেলাতে তারাই অংশ নেবেন যারা টিকার দুটো ডোজ নিয়েছেন।

এই ব্যাপারে নজর রাখবেন উদ্যোক্তারাই। পূজো মণ্ডপগুলিতে দর্শক প্রবেশ করবে ৪৫ থেকে ৬০ জন এবং ছোট মণ্ডপে প্রবেশ করতে পারবে ১৫ থেকে ২৫ জন। টিকা নেওয়া থাকলে পূজোর সমস্ত রকম কাজে অংশগ্রহণ করতে পারবে যে কেউ। গত বছরের দুর্গা পুজোতে অনলাইনের মাধ্যমেই সাধারণ মানুষদের অঞ্জলি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এবছর কিছু বদল ঘটিয়েছে।

প্যান্ডেলের বাইরে থেকেই দর্শকদের ঠাকুর দেখতে হবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিছু ছাড় দেওয়া হয়েছে পুজোমণ্ডপে, যেমন ১০-২০ অক্টোবর পর্যন্ত রাত্রিবেলায় যদি সাধারন মানুষ ঠাকুর দেখতে চায় তাহলে কোনো রকম বাধা নিষেধ নেই তবে, অবশ্যই তাদের সামাজিক দূরত্ব এবং করোনা সংক্রান্ত নানান বিধিনিষেধ মেনে চলতে হবে।