সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দী’র্ঘ আট মাস বেতন পা পেয়ে পাকিস্তান ছা’ড়’লে’ন বিদেশি কোচ!

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে কেমন সেটা আর নতুন করে বলার কিছুই নেই। এতদিন সেটা শোনা গেলেও তার প্রমাণ এবার পাওয়া গেল। কারণ পাকিস্তানের হকি ফেডারেশনের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের হকি দলের যে বিদেশী কোচ রয়েছে সে দেশ ছেড়ে পালিয়েছে, নেদারল্যান্ডের বাসিন্দা সিগফ্রেড আকমান গত ৮ মাসের বেতন পাননি বলেই অভিযোগ করেছেন তিনি।

তবে শুধু বেতন না পাওয়া নয় সাথে সংস্থার কর্মকর্তাদের নিয়েও এক প্রকার বিরক্ত ছিলেন তিনি। সেই আধিকারিকেরা কথা অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হল, পাকিস্তানের হকি ফেডারেশনের কাছ থেকে বকেয়া বেতন পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু গত ৮ মাস ধরে তিনি কোনো বেতন পাননি।

তাই সে সিদ্ধান্ত নেয় যে সে দেশে ফিরে যাবে। পাকিস্তান স্পোর্টস বোর্ড এই হকি ফেডারেশন চালাতে টাকা দেয়। আর সেখান থেকেই যাবতীয় টাকা দেওয়া হয়, কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয় না। যার কারণে সে বেতনও পান না।

আরো খবর: দিল্লি যাতে যে’তে না হয়! নিজের জা’লে’ই কি জ’ড়ি’য়ে পড়ছেন কেষ্ট? কি বলছেন আইনজীবীরা?

তবে এই কান্ডকে ঢাকতে পাকিস্তানের হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আসলে সামনে কোনো হকির বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা না থাকায় কোচ দেশে ফিরে গেছে। তার যাওয়ার সাথে বেতন না পাওয়ার কোনো সম্পর্ক নেই। কারণ তার বকেয়া বেতন এই মাসের শেষে দিয়ে দেওয়া হবে।

গত কয়েক বছর ধরেই হকি ফেডারেশন আর্থিক সমস্যার মুখোমুখি। আর সেই কারণেই হকি খেলোয়াড় রাও অভিযোগ করেছেন। দেশে ফিরে যাওয়ার আগে কোচ তাই বলেছে যে খালি পেট ও মাথায় রোজগারের চিন্তা থাকলে কখনই ভালো ভাবে খেলতে পারবে না খেলোয়াড়েরা, এই দিকে ফেডারেশনের লক্ষ্য করা উচিৎ।