সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৬ জানুয়ারির দিন কুচকাওয়াজ দেখার জন্য বি’শে’ষ অতিথি হি’সে’বে থাকবেন শ্রমিকরা ও সবজি বিক্রেতারা

সাধারণের মধ্যেই তো রয়েছে অসাধারনত্ব তাই এবারের বিশেষ অনুষ্ঠানে জায়গা করে নেবেন অতি সাধারণ মানুষেরা। আর মাত্র দুটো দিন পরেই 26 শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। 1950 সালের 26 শে নভেম্বর ভারতের সংবিধান তৈরি হয়েছিল আর কার্যকর করা হয়েছিল 26 শে জানুয়ারি।

ঐদিন ভারতের সংবিধান গণপরিষদের স্বীকৃতি পেয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর পালন করা হয় সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। প্রজা সাধারনের মঙ্গলার্থে তৈরি হয়েছে ভারতের সংবিধান। তাই সেখানে স্থান পাবেন খেটে খাওয়া মানুষ। তাই 2023 সালের 26 শে জানুয়ারি একটু অন্যরকম হতে চলেছে।

দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য এবার আসতে পারবেন শ্রমিক, কৃষক, মুটে কুলি মজুরেরা। কুচকাওয়াজ দেখার যে সেন্ট্রাল ভিস্তা কর্তব্যপথ তা তৈরিতে যে সকল শ্রমিকরা তাদের রক্ত জল করেছেন তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের মহোৎসবে।

আরো খবর: উত্তরপ্রদেশে যে’তে হ’বে না, এবার পশ্চিমবঙ্গেই দ্বিতীয় বৃন্দাবন

সেই সঙ্গে আসবেন দিল্লি রাজপথে সবজি বিক্রি করা সবজি বিক্রেতা পথে মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করা, রিক্সা চালকরাও। দেশের উচ্চপদস্থ আধিকারিক মন্ত্রী কিংবা আমলারা নন এবার তারাই হবেন প্রজাতন্ত্র দিবসের মূল অতিথি। ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র।

কেন্দ্রের মোদি সরকার এবারের এই উদ্যোগ গ্রহণ করেছে। তবে এবারে আসন সংখ্যা অনেকটাই কমানো হয়েছে 50000 থেকে 32 হাজার করা হয়েছে আসন সংখ্যা।

এছাড়াও জনপদের অন্তত এক হাজার মানুষকে অতিথির সম্মান দেওয়া হবে। তবে এই প্রথম নয় গত বছর অর্থাৎ 2022 সালেও অটোচালক দেশের পিছিয়ে পড়া জনতাকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়।