সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি তবে ফিনল্যান্ড হ’তে চলেছে পরবর্তী ইউক্রেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি সময়ের অ’পে’ক্ষা মা’ত্র?

পুতিনের কথা অগ্রাহ্য করেছ কি মরেছ? ঠিক যেমনটা মরেছে ইউক্রেন। পুতিনের কথা অগ্রাহ্য করে ইউক্রেন ন্যাটোর সদস্য পদ চেয়েছিল, ঠিক তার পরে কি হয়েছিল সেটা নতুন করে বলার কিছু নেই। যার মাশুল এখনও গুনছে ইউক্রেন।

এক কথায় বলতে গেলে ছারখার হয়ে গেছে ইউক্রেন। এবার দেখা যাচ্ছে রাশিয়ার কথা উপেক্ষা করেই, ন্যাটোর সদস্য পদ চাইছে ফিনল্যান্ড। ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার পরেই যা হয়েছে, তা আর বলার মতো নয়।

কারণ ফিনল্যান্ডের আকাশে প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার। এবার আশঙ্কা যেন আরও বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে সামনে? তাহলে কি এবার ইউক্রেনের মতই অবস্থা হবে ফিনল্যান্ডের? পুতিন কি আক্রমণ করবে এবার ফিনল্যান্ডেও।

আরো পড়ুন: মোদি বি’রো’ধী’রা বি’রা’ট ধা’ক্কা খেতে পা’রে! রাষ্ট্রপতি নির্বাচনে তুরুপের তা’স হ’তে পারে এরা

গত বুধবার এই ঘটনা ঘটেছে ফিনল্যান্ডের আকাশে।রাশিয়া যে ফিনল্যান্ডকে কখনোই ন্যাটোর অন্তর্ভুক্ত হতে দেবে না সেটা বিশেষজ্ঞরা আগের থেকেই মনে করেছিল।

এবার সেটা চাক্ষুষ দেখা যাচ্ছে, ফিনল্যান্ডের আকাশে যখন রাশিয়ার এমআই-১৭ হেলিকপ্টার দেখা গেছে তখনই আরো বেশি জোরালো হয়ে গেছে সেই আশঙ্কা।

এদিকে আবার রাশিয়ার সীমান্তঘেঁষা একটি জায়গায় আমেরিকার সাথে যুদ্ধ মহড়া সেরেছে ফিনল্যান্ড। এই কারণে আগামীতে উত্তেজনা যে আরো বেশি বাড়তে পারে সেটা আশঙ্কা করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে ইউক্রেনকে পুরোপুরিভাবে রুশ সেনা এখনো পুরোপুরি ভাবে দখল করতে না পারলেও , তবে অধিকৃত এলাকায় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে মস্কো এমনটাই সূত্রের খবর।

অধিকৃত জায়গাগুলোকে ইতিমধ্যেই রাশিয়ার অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে যদি কোনোকিছু কেনাবেচা করতে হয়, তাহলে সেখানে রুবেল ব্যবহার করা আবশ্যক।