সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কংগ্রেসের ম্যারাথন দৌড়ে মহিলারা প’দ’পি’ষ্ট, ভ’য়া’ন’ক ভিডিও ভাইরাল

তুমুল বিশৃঙ্খলা দেখা দিল উত্তরপ্রদেশের বরেলিতে কংগ্রেস আয়োজিত একটি মহিলা ম্যারাথনের অনুষ্ঠানে। ওই ম্যারাথনে অংশগ্রহণ করতে এসেছিলেন কয়েক হাজার মহিলা। সেখানেই হঠাৎ করে অত্যধিক ভিড়ের কারণে ধাক্কা লেগে পড়ে যান অনেকেই। ভিড় সামলাতে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিশের।

এমনকি পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও তৈরি হয়েছে। অনেকেই ওই ভিড়ের কারণে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। কেউ গুরুতর আহত না হলেও মহামারীর আবহে অনুষ্ঠিত হওয়া এই ম্যারাথনকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দেশজুড়ে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং উত্তর প্রদেশের ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী প্রদত্ত “ম্যায় লডকি হুঁ লড় সকতি হুঁ’ স্লোগানের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানকার প্রাক্তন মেয়র সুপ্রিয়া অরন দাবি করেছেন যে, “বৈষ্ণদেবীতে যখন একাধিক জন পদদলিত হতে পারে তাহলে এখানে কেন হতে পারেনা!” পাশাপাশি তিনি এই পদদলিত হওয়ার পেছনে ষড়যন্ত্রের কথাও বলেছেন। তিনি জানান,”রাজ্যে যেভাবে আমাদের দলের জনসমর্থন বাড়ছে তাতে এই কর্মসূচিকে ব্যর্থ করার ষড়যন্ত্রও করা হতে পারে।”