সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলের মধ্যে প্রথম রাত কেমন কা’ট’লো পার্থর? এসি ছা’ড়া কি ঘুম হলো?

সম্প্রতি এই রাজ্যের সবচেয়ে চর্চিত বিষয় হলো প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ও অর্পিতা মুখোপাধ্যায়ের টাকা দূর্নীতি। সকলেই রোজ নজর রাখছে তাঁদের বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর।

এও দেখা গেছে কিভাবে তাঁদের ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হলো তাদের আদালতে তোলার জন্য। এবং তারপরেই জানা যায় তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

তাই আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঠাঁই মিলেছে প্রেসিডেন্সি জেলের ‘ পয়লা বাইশ ‘ সেল ওয়ার্ড এর ২নম্বর সেলে। শুধু তাই নয়, এই সেলের পাশেই রয়েছে তৃণমূল নেতা ছত্রধর মাহাতো।

আরো পড়ুন: ব’ক্রী শ’নি’র আশীর্বাদে আ’রো ৮০ দিন হবে ভাগ্যোদয়, এই ৩ রাশির লোকেরা হবেন বি’রা’ট ধনবান

এমনকি কুখ্যাত মাওবাদী নেতারাও রয়েছে এই সেল এর আশে পাশের ঘর গুলিতে। আছে মার্কিন দূতাবাসে হামলা করা জঙ্গি আফতাব আনসারী, জালালউদ্দিন নাসের নামের মাওবাদীরা।

ইডি সূত্রে জানা যায় যে, পার্থ বাবুকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি। তাঁর সেলে না আছে কোনো খাট না কোনো চেয়ার। তাঁকে মাটিতে বিছানা করে শুতে হচ্ছে। দেওয়ার মধ্যে আছে চারটি কম্বল।

সেটা পেতেই শুতে হবে সেটাকেই বালিশ করে চালাতে হবে। তবে এই সেলে কমোড এর বন্দোবস্ত আছে। ইডি সূত্রে আরো জানা যায় যে, পার্থ চট্টোপাধ্যায় যে সেলে রয়েছেন সেখানে নিরপত্তা আরো বাড়ানো হয়েছে।

জেল হেফজতে নিয়ে যাওয়ার সময় সঙ্গে একজন ইডি আধিকারিক ছিলেন। জেলে যাওয়ার সময় যা যা ওষুধ জামা কাপড় ব্যাবহার করেছিলেন পার্থ বাবু, সব জেল আধিকারিক কে দিয়ে দেন ওই ইডি আধিকারিক।

রাতে পার্থ বাবুকে খেতে দেওয়া হয় প্রেসিডেন্সি সেলে রুটি ও সবজির ঘ্যাট। এই অবস্থায় বিপাকে প্রাক্তন মহাসচিব। তার মুখ থেকে বলতে শোনা যায় ” এখানে কীকরে থাকবো? ”

এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় আলিপুর মহিলা জেলে সেই রাতেই। তাঁর ওখানেও বাড়ানো হয় নিরপত্তা। এমনকি, আদালতের নির্দেশে তাঁর খাবার, জল সব পরীক্ষা করে দেওয়া অব্দি হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।