সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলতি বছ’রে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক প’রী’ক্ষা বা’তি’ল ঘো’ষ’ণা করলেন মুখ্যমন্ত্রী

অপেক্ষার অবসান! অবশেষে সম্পূর্ণ বিবেচনা করে, বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে এবং ছাত্র-ছাত্রী অভিভাবকদের পরামর্শ অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি নবান্নের তরফ থেকে এই বিশেষ ঘোষণাটি জানিয়ে দেওয়া হয়েছে।

তবে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিলেও মূল্যায়নের বিষয়টি নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। তাই চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে সেই নিয়ে ছাত্র-ছাত্রী অভিভাবকদের উদ্বেগ এখনই কাটলো না। তবে মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যেই মূল্যায়ন সংক্রান্ত বিষয়টিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই করোনাকালে পরীক্ষা হওয়া উচিত না উচিত না, সেই বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রী অভিভাবক এবং সাধারন মানুষের পরামর্শ নেওয়ার জন্য বিশেষ ইমেইল আইডির ব্যবস্থাও করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর দুটো পর্যন্ত ইমেইল মারফত সাধারণের পরামর্শ নিয়েছেন তিনি। এরপরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এখন আপাতত সংশ্লিষ্ট বিভাগকে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন সম্পর্কে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী সাত দিনের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মূল্যায়ন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।