সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তুলসী গাছকে কেন পুজো ক’রা হয়? কেনই বা বাড়ির উঠোনে স্থা’ন দেওয়া হয়? আ’ছে বৈজ্ঞানিক কারণ

গ্রাম হোক কিংবা শহর বাড়িতে একটু জায়গা থাকলে সেখানেই দেখা যায় তুলসীবেদী। আজকাল ফ্ল্যাট হওয়ার কারণে সেই তুলসীবেদী বানানোর মতো জায়গা থাকে না যার কারণে অনেকেই এই তুলসী বেদী তৈরি করেন না। তবে বাড়িতে যদি জায়গা থাকে তবে প্রত্যেকেই একটি তুলসী বেদী বানিয়ে থাকেন।

প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পুজো করা হয় ধূপ, ধূনো, প্রদীপ দিয়ে। জানেন কি যে এই তুলসী মন্ডপে তুলসী গাছকে কেন পুজো করা হয়? শুধু কি এর পিছনে কোন ধর্মীয় বিশ্বাস রয়েছে নাকি কোন বৈজ্ঞানিক কারণ ?

হিন্দু ধর্মে তুলসীকে মা হিসেবে চিহ্নিত করা হয়। তবে বৈদিক যুগের সাধুরা তুলসির অনেক উপকারিতা সম্পর্কে সচেতন ছিলেন, যার কারণে সকলের মনে তুলসীকে ঈশ্বরসম তুলনা এবং তুলসী সংরক্ষণের বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। মানবজাতির সঞ্জীবনী তুলসীর একাধিক গুণ রয়েছে।

আরো খবর: ঠিক কত ঘ’ন্টা’র কম ঘুমালে আপনার শীঘ্রই মৃ’ত্যু হ’তে পারে?

একটি অসাধারণ অ্যান্টিবায়োটিকের কাজ করে। অন্য কোনভাবে যদি তুলসী খাওয়া যায় তবে তা মানব শরীরের অনাক্রমতা বৃদ্ধি করে, যার ফলে মানুষের শরীর রোগমুক্ত হয়। অন্যদিকে আয়ু বাড়িয়ে তুলতে সাহায্য করে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সে ক্ষেত্রে কীটপতঙ্গ এবং মশা ঘরে থাকতে পারে না।

প্রাচীন কাল থেকেই কথিত রয়েছে যে তুলসী গাছের ধারে কাছে কখনো সাপ থাকে না। এই কারণেই হয়ত প্রাচীনকাল থেকেই প্রত্যেকটা বাড়ির সামনে এই তুলসী মন্ডপ তৈরি করা হয়।