সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের সুন্দরী IPS অফিসার, ছবিগুলো দেখলে চ’ম’কে উঠবেন

ভারতের সেরা সুন্দরী আইপিএস অফিসাদের তালিকায় সিমালা প্রসাদ অন্যতম৷ তাঁর পৈতৃক বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে৷ ১৯৮০ সালে ৮ অক্টোবর তাঁর জন্ম। তাঁর বাবা ভগীরথ প্রসাদ ১৯৭৫ সালের একজন আইএএস অফিসার ছিলেন৷ এছাড়া মধ্যপ্রদেশের ভিন্ড থেকে জিতে সাংসদ হয়েছিলেন সিমালার বাবা। সিমালার মায়ের নাম মেহেরুন্নিসা পারভেজ, তিনি ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক৷ ছোটবেলা থেকেই সিমালার স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা। বাবাকে দেখে তিনি খানিকটা উদ্বুদ্ধ হয়েছিলেন।

সিমালার শিক্ষাগত যোগ্যতাও রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাগত দিক থেকে ব্যাপক সাফল্য অর্জন করেন৷ তিনি স্কুল পর্যায়ে ভাল ফলের পর ইনস্টিটিউট ফর এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন থেকে বি.কম অনার্স পাশ করেন৷ তার পর বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর স্তরে গোল্ড মেডেল পান৷

কলেজের পড়া শেষ করে সিমালা মধ্যপ্রদেশের লোকসভা আয়োগের এমপি পিএসসি পরীক্ষায় পাশ করেছিলেন। তাঁর প্রথম পোস্টিং ডি.এস.পি.-এর পদে হয়েছিল৷ এই সরকারি চাকরি করতে করতে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ২০১০ সালে নিজেই পড়াশোনা করে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে তিনি আইপিএস হন। পরীক্ষার জন্য সিমালা কোনও কোচিংয়ের সাহায্য নেননি৷

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তিনি ‘সুন্দরী আইপিএস’ আখ্যা পান৷ ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি নাচ করতে তিনি খুব ভালোবাসতেন৷

নাচের প্রশিক্ষণের সাথে সাথে একসময় অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে পড়েন৷ স্কুল-কলেজে বিভিন্ন নাটকেও অংশগ্রহণ করেছিলেন৷ কিন্তু সবশেষে তিনি একজন সফল আইপিএস অফিসার হয়ে দেশসেবার কাজেই নিজেকে নিযুক্ত করেছেন।