সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় মহিলাকে মে’রে ভারতে আ’শ্র’য় নিয়েছে অভিযুক্ত, খোঁ’জ দিলেই ৫ কোটি পুরস্কার

রাজবিন্দর সিং, মোস্ট ওয়ান্টেড। যে তাকে ধরে দিতে পারবে তাকেই দেওয়ায় হবে ভারতীয় মুদ্রায় ৫.৩ কোটি টাকা। সম্প্রতি কুইন্সল্যান্ড পুলিশ বিভাগ থেকে পলাতক রাজবিন্দর সিং, তার বিরুদ্ধে অভিযোগ যে , সে এক অস্ট্রেলিয়ান মহিলাকে খুন করেছে, এটাই প্রথম যে অস্ট্রেলিয়ার এর আগে কোনো বড় অপরাধে এত বড় ধরনের পুরস্কার ঘোষণা করা হয় নি।

জানা গেছে যে ২০১৮ সালে উত্তর কুইন্সল্যান্ডের বাসিন্দা ২৪ বছরের তোয়াহ কর্ডিংলিকে হত্যা করে পালিয়েছে রাজবিন্দর সিং। কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেটি সমুদ্রতটে কুকুর নিয়ে বেরিয়েছিলেন তোয়াহ, আর সেখানেই নাকি তাকে খুন করেছে রাজবিন্দ্র, প্রথমে দেহ পাওয়া না গেলেও ২১ অক্টোবর সমুদ্রতটে দেহ পাওয়া যায়।

রাজবিন্দর আদতে পাঞ্জাবের বাটার কালান এলাকার বাসিন্দা, ইনিস্ফেইলে সে একজন নার্স হিসেবেই কাজ করত, হত্যার ৩ দিনের মধ্যেই তার স্ত্রী সন্তানকে নিয়ে এমনকি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া থেকেই পালায়। রাজবিন্দর নাকি অমৃতসর বিমানবন্দরে নেমেছিল, এমনটাই তার ভাই জানিয়েছে কিন্তু এখন সে কোথায় তার সন্ধান পাওয়া যায় নি।

আরো পড়ুন: কিভাবে য’ত্ন করলে বহু বছর ধ’রে নতুন থাকবে আপনার বি’য়ে’র বেনারসি?

ইতিমধ্যেই তাকে ধরার জন্য কেয়ার্ন্সে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে হিন্দি ও পাঞ্জাবী পুলিশ রয়েছে। কুইন্সল্যান্ডের তিন গোয়েন্দা ভারতে এসেছে এখন যৌথ ভাবে চলছে তদন্ত ও তল্লাশী।