সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনে জৈব অ’স্ত্র দিয়ে হা’ম’লা চা’লা’তে পারে রাশিয়া, স’ত’র্ক করলো আমেরিকা

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো থামেনি। এবার রাশিয়া ইউক্রেনের উপর জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার পরিকল্পনা করছে। আমেরিকা এমনই দাবি করল।

একই সঙ্গে আমেরিকা ইউক্রেনের সঙ্গে যৌথ ভাবে জৈব এবং রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছে মস্কো, তা-ও খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ক্রেমলিন অপপ্রচার চালাচ্ছে।

ইউক্রনের উপর তারা জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করছে। তাদের আগ্রাসনী নীতি থেকে নজর বিশ্বের নজর ঘুরিয়ে দিতে ভুল বার্তা ছড়াচ্ছে আমেরিকার বিরুদ্ধে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পেস্কির অভিযোগ, মস্কোর এই দাবি পূর্বপরিকল্পিত।

আরো পড়ুন: উত্তরপ্রদেশে বি’রা’ট জয়ের প’থে বিজেপি, প্রথম রাউন্ড থেকেই প্রথমে গেরুয়া শি’বি’র

তিনি জানান, এই একই ধরনের দাবি শোনা গিয়েছিল চিনের মুখেও। তারাও আগেও এ রকম দেখেছি। সেই একই দাবি এখন রাশিয়ার মুখেও শোনা যাচ্ছে। এর থেকে এটি স্পষ্ট যে, এই ধরনের মিথ্যা প্রচার চালিয়ে পাল্টা ইউক্রেনেই জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগের ছক কষছে রাশিয়া।

পাল্টা দাবি পেস্কির। রুশ আগ্রাসন রুখতে শেক্সপিয়র থেকে চার্চিল আউড়ে ব্রিটেনের সাহায্য চাইলেন জেলেনস্কি গত ৬ মার্চ রাশিয়ার বিদেশ মন্ত্রক টুইট করে, রুশ সেনারা কিভে জৈব এবং রাসায়নিক অস্ত্র তৈরির বেশ কয়েকটি প্রমাণ পেয়েছে।

ওই টুইটে, এই অস্ত্র তৈরিতে আমেরিকা যে ইউক্রেনকে অর্থ সাহায্য করছে তারও প্রমাণ মিলেছে বলে দাবি করা হয় ওই টুইটে।