সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরেশ রাওয়ালের স্ত্রী কো’নো অংশে বলি অভিনেত্রীদের থেকে কম নন, হেলায় হা’রি’য়ে দি’তে পারেন সকলকেই

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন পরেশ রাওয়াল। এর পাশাপাশি তিনি একজন কৌতুক শিল্পী, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। আজকের এই আর্টিকেলে আমরা পরেশ রাওয়ালের সম্বন্ধে নয় বরং তার স্ত্রীকে নিয়ে আলোচনা করব।

স্বরূপ সম্পাত ১৯৫৮ সালের ৩রা নভেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন। মুম্বাইয়ের এলফিন কলেজ থেকে পড়াশুনা শেষ করে পাড়ি দেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওরচেস্টার থেকে পিএইচডি ডিগ্রী পান।

তিনি তার ডক্টরেট থিসিসটি লিখেছিলেন প্রতিবন্ধী শিশুদের কিভাবে দক্ষতাকে বাড়ানো যায় সেই বিষয়ে। পরেশ রাওয়ালের সাথে তার প্রথম আলাপ হয় কলেজে পড়ার সময় থেকে।

১৯৭৫ সাল থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ১৯৮৭ সালে মুম্বাইয়ের লক্ষীনারায়ণ মন্দিরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

আরো পড়ুন: আমাদের স’ঙ্গে তৃণমূলের ৩৮ জন বিধায়ক যোগাযোগ করছে, বি’স্ফো’র’ক মিঠুন চক্রবর্তী

বিখ্যাত কমেডি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এর মাধ্যমে সফল হন স্বরূপ সম্পাত। এই শোতে তিনি অভিনেতা শফি ইমানদারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। শোটি খুব জনপ্রিয় হওয়ায় স্বরূপ সম্পাতের ক্যারিয়ারের দিকে আর ঘুরে তাকাতে হয়নি।

আস্তে আস্তে তার হাতে অনেক শো এবং ছবির অফার আসতে শুরু করে। স্বরূপ সম্পাত ও পরেশ রাওয়ালের দুটি ছেলে বর্তমান। নাম আদিত্য ও অনিরুদ্ধ। বড় ছেলে অনিরুদ্ধ সুলতান ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

ছোট ছেলে আদিত্য রাওয়াল লন্ডনের ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি একজন চিত্রনাট্য লেখক। গুজরাটি নাটক কিসান কানাইয়াতে অভিনয় করেছেন। এর পাশাপাশি বলিউড ছবি ফেরারি কি সাওয়ারিতেও তিনি অভিনয় করেছেন।