সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো খবর: ভুটান সীমান্ত খু’ল’তে পা’রে ১ জুলাই থেকে

করোনা অতিমারির পর থেকে এই প্রথম ১ লা জুলাই খুলতে পারে ভুটান গেট। যদি কোনো পর্যটক ভুটানে প্রবেশ করতে চায়, তাহলে তাদের একদিন কোয়ারেন্টিন থাকতে হবে।

তবে এই কোয়ারেন্টিন আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কোনো পর্যটকদের আর কোয়ারেন্টিন থাকতে হবে না। পরিস্থিতি যখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল দুই দেশের মধ্যে।

তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এর মধ্যে, তাই ভুটান সরকারের তরফ থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের তুলনায় বর্তমানে অনেক নিয়মের বদল ঘটিয়েছে ভুটান সরকার।

আরো পড়ুন: বিশ্বের কো’ন শহরে থাকার খরচ সবচেয়ে বে’শি? জানুন কি ব’ল’ছে সমীক্ষায়

ভুটান সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ ও ভারত থেকে যে সমস্ত পর্যটক ভুটানে আসবে তাদের ডেভলপমেন্ট ফি দিতে হবে প্রতি রাতে জনপ্রতি ১২০০ টাকা।

বিদেশী পর্যটক আসলে তাদের ২০০ ডলার খরচ পরবে। তবে ৫-১২ বছরের জন্য ১০০ ডলার। এই ডেভলপম্যান্ট চার্জ আসলে সরকারি রয়্যালটি, তবে ট্যুরের জন্য যে খরচ হবে তা ডেভলপমেন্টের ওপর নির্ভর করে।