সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ও অচেনা ই-ওয়ালেটে ঘ’না’চ্ছে বি’প’দ! ফাঁ’দ পা’ত’ছে ব্যাংক জালিয়াতরা, স’ত’র্ক করলো লালবাজার

নতুন অচেনা-অজানা ই ওয়ালেট এর মাধ্যমে প্রতারকেরা ও ব্যাংক জালিয়াতেরা , সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিমেষের মধ্যে উধাও করে দিচ্ছে। সম্প্রতি এই বিষয় নিয়ে সবাইকে সতর্ক করেছে লালবাজার। বর্তমানে ডিজিটাল দুনিয়ায় মানুষ ঘরে বসেই টাকা লেনদেন করে থাকে ওয়ালেট এর মাধ্যমে। এবার সময়ের সাথে সাথে প্রতারকেরা ও নিজেদের আপডেট করেছে, ও প্রতারণা করার নতুন রাস্তা অবলম্বন করেছে।

তারা এমন কিছু ইওয়ালেট বেছে নিচ্ছে যেটা নিয়ে লালবাজার সাইবার ক্রাইমও সচেতন নয়। যার কারণে প্রতারকদের ঝুলিতে টাকা পৌঁছানোর আগে সেটাকে সঠিক জায়গায় পৌঁছানো মুশকিল হয়ে পরছে লালবাজার সাইবার ক্রাইমের ক্ষেত্রে। ইতিমধ্যেই পুলিশ জানিয়েছেন, কলকাতা পুলিশের সতর্কবার্তায় সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, যে সমস্ত e-wallet টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে সুরক্ষিত সেটাকে ব্যবহার করা উচিত। কারণ অজানা অচেনা ইওয়ালেট ব্যবহার করলেই টাকা খোয়ানোর সম্ভাবনা থাকতে পারে।

পুলিশ এই ক্ষেত্রে জানিয়েছে, এটিএম জালিয়াতির ক্ষেত্রে মূল উপাদান এই ইওয়ালেট। গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, জামতাড়ার জালিয়াতরা এটিএম কার্ড জালিয়াতির ক্ষেত্রে প্রধান হাতিয়ার করেছিল e-wallet কে। সাধারণত বিভিন্ন কিছু কেনাকাটার ক্ষেত্রে ইওয়ালেট ব্যবহার করে সাধারণ মানুষ। সেই সূত্র ধরেই বিভিন্ন তথ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস সমস্ত কিছু হাত করে জালিয়াতিরা।

সাধারণ মানুষের খোয়া যাওয়া টাকা জালিয়াতদের ব্যাংক একাউন্ট এ ঢোকার আগে যাতে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে আবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, e-wallet নিয়ে তৈরি হয়েছে নতুন কিছু সমস্যা। প্রতারকেরা এমন কিছু ইওয়ালেট ব্যবহার করছে যা অনেকটাই অজানা। ইতিমধ্যেই নজরে এসেছে পুলিশের,e-wallet সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে পুলিশ তবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।