সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে’র উন্নয়নে’র চি’ত্রে কলকাতা’র উড়াল’পুল! বি’বৃ’তি দি’য়ে ক্ষ’মা চে’য়ে নিল সংবাদ’সংস্থা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি। উত্তরপ্রদেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে একটি উড়ালপুলের ছবির সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি জুড়ে দিয়ে শুরু হয় প্রচার। আর তা করতে গিয়েই গোল বাঁধলো। কারণ ছবিতেই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো তখন দেখা গেল সেটি আদতে উত্তরপ্রদেশের উড়ালপুলের ছবি নয়। ছবিটি কলকাতার উড়ালপুল।

সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যটি ছড়িয়ে পড়তে না পড়তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে বিঁধে সমালোচনা করতে শুরু করে তৃণমূল। উল্লেখ্য এই প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস নামের একটি সংবাদমাধ্যমকে। বিষয়টিকে ঘিরে সমালোচনা শুরু হলে ক্ষমা চেয়ে নিয়েছে ওই সংবাদমাধ্যম।

ওই সংবাদমাধ্যমে তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে তাদের অনিচ্ছাকৃত ভুলের কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কারণে ক্ষমাও চেয়ে নিয়েছে তারা। কিন্তু তাতেও অবশ্য বিতর্ক এড়ানো যাচ্ছে না। উত্তর প্রদেশ সরকারও বিজ্ঞাপনে এত বড় একটি ভুলের জন্য ওই সংবাদসংস্থাকেই দায়ী করেছে। এদিকে এই নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের টুইটারে একটি পোস্ট করে লিখেন উত্তরপ্রদেশ উন্নয়নের দিক থেকে পশ্চিমবঙ্গের থেকে অনেক এগিয়ে আছে। তাদের অন্য কোথাও থেকে ছবি ধার করতে হয় না। এরপর মমতা সরকারকে তোপ দেগে তিনি বলেন যে রাজ্য দুর্নীতিতে ভরা, সেই রাজ্যের ছবি ধার করে উত্তরপ্রদেশের সরকারকে উন্নয়নের প্রচার করতে হয় না।