সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলকর্মীদের ৭৮ দিনের অ’তি’রি’ক্ত বেতন, পুজোয় বো’না’স ঘো’ষ’ণা কেন্দ্রের

রেল কর্মীদের জন্য দারুন সুখবর দিল ভারতীয় রেল। ৭৮ দিনের বেতন এবার অতিরিক্ত পেতে চলেছেন রেলকর্মীরা। ২০২১-২২ অর্থবছরের হিসেবে তারা এই বেতন পাবেন বলে জানানো হয়েছে। প্রায় 11 লক্ষ নন গেজেটেড জুয়েল আধিকারিক কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন।

এর ফলে সরকারের কোষাগার থেকে ২০০০ কোটি টাকা খরচ হবে। এর আগে ৭৮ দিনের অতিরিক্ত বেতন পেয়েছিলেন রেল কর্মীরা। ২০২০-২১ সালেও বোনাস পেয়েছিলেন তারা। গতবছরে বোনাসের জন্য রেলের তরফ থেকে ১৯৮৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। পুজোর আগে এই ঘোষণা করা হয় প্রত্যেক বছর।

এবারেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর এল। দেশজুড়ে রেলের নন গেজেটেড কর্মীরা এই বোনাস পাবেন। চলতি বছরের হিসেবে টানা ১২ বছর পুজোর মুখে বোনাস পাচ্ছেন রেল কর্মীরা।

আরো পড়ুন: ভারতে ফোন বি’ক্রি করতে হলে এই দেশি প্র’যু’ক্তি ব্যবহার করতে হবে, চীনা সংস্থাগুলোকে নি’র্দে’শ কেন্দ্রের

গত বছর কেন্দ্রে জানিয়েছিল কাজের প্রতি কর্মচারীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রেলের উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা বাড়বে। ক্যাবিনেটের তরফ থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পুজোর মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে।