সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে ফোন বি’ক্রি করতে হলে এই দেশি প্র’যু’ক্তি ব্যবহার করতে হবে, চীনা সংস্থাগুলোকে নি’র্দে’শ কেন্দ্রের

ভারতবর্ষে এবার সব ফোনে থাকতে হবে ইসরোর তৈরি নেভিগেশন প্রযুক্তি navic। samsung অথবা অ্যাপেল সহ জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলি এই মুহূর্তে ফোনে নেভিগেশন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি জিপিএস সিস্টেম ব্যবহার করছে। যদিও কোম্পানিগুলি দাবি করেছে এর ফলে হার্ডওয়ারে কিছু বদল আনতে হবে ফলে, আগামী দিনে বেড়ে যেতে পারে ফোনের দাম।

জিপিএস এর মত বিদেশী প্রযুক্তি ব্যবহারের বদলে দেশি navic ব্যবহারে জোর দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রের মতে ইসরোর তৈরি এই প্রযুক্তি নিখুত ভাবে কাজ করতে পারে। জিপিএস এর সঙ্গে প্রতিযোগিতায় ইতিমধ্যেই নিজেদের নেভিগেশন সিস্টেম এনেছে চীন, ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং রাশিয়ার মতো দেশগুলি।

২০১৮ সালে শুরু হয়েছে ভারতের নেভিগেশন সিস্টেম। এবার আমাদের দেশে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে সমস্ত নতুন ফোনে এই নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে হবে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা গুলিকে।

এবার জেনে নেওয়া যাক navic কি

ভারতীয় আরও নিখুঁত লোকেশন ট্র্যাকিংয়ের জন্য লঞ্চ করা হয়েছিল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনসোটেলেশন। ২০০৬ সালে এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছিল আমাদেরকে কেন্দ্র যদিও ২০১৮ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আমাদের দেশবাসীকে। তিনটি জিও স্টেশনারি স্যাটেলাইট এবং চারটি জিও সিকুয়েন্স স্যাটেলাইটের মাধ্যমে এই প্রযুক্তি কাজ করে। এই স্যাটেলাইট গুলি ডুয়াল ফ্রিকুয়েন্সি ব্র্যান্ড প্রোভাইড করে যার ফলে জিপিএস থেকে নিখুত ভাবে লোকেশন ট্র্যাক করতে পারে এই প্রযুক্তি।।

জিপি এসের সঙ্গে প্রতিযোগিতায় navic কে জনপ্রিয় করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিপদের সময় বিদেশি প্রযুক্তির মাধ্যমে নেভিগেশন পরিষেবার উপনির্ভরশীলতা কাটাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারত যার ফলে gps নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব navic প্রযুক্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিদেশি স্মার্টফোন কোম্পানিগুলি বিশ্ব বাজারের জন্য স্মার্টফোন তৈরি করলে সেখানে ইতিমধ্যেই জিপিএস প্রযুক্তি ব্যবহার করে। navic ব্যবহার বাধ্যতামূলক হলে স্মার্টফোন উৎপাদনের খরচ বাড়বে তাছাড়া ২০২৩ সালে জানুয়ারি মাস থেকে এই নিয়ম প্রযোজ্য বলে পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না বলে জানিয়েছে স্মার্ট ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি।

এছাড়া navic সাপটে হার্ডওয়ারে বদল আনতে চলেছে তাই প্রায় সব সংস্থাগুলি 2024 সাল পর্যন্ত smartphone ডিজাইন শেষ করছে।। এর ফলে ২০২৫ সালের আগে স্মার্টফোনে navic কার্যত অসম্ভব বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।