সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TRP কি? এটি কি’ভা’বে নির্ণয় করা হয়? জানুন বি’শ’দে

যে কোন চ্যানেলের সঙ্গে বা যে কোন অনুষ্ঠানের সঙ্গে একটি কথা আমরা খুব শুনে থাকি। সেটি হল টিআরপি। ব্যাপারটা কি, সেটা অনেকেরই বোধগম্য হয় না। কিন্তু আজ এই টিআরপি সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যাতে আপনার এই টিআরপি সম্পর্কে সমস্ত ধোঁয়াশা কেটে যায়।

ই ডি টিভি সিরিয়াল অথবা একটি নিউজ চ্যানেল শুধুমাত্র অর্থ উপার্জন করে এই টিআরপির হাত ধরে। যেমন বলতে গেলে এবিপি আনন্দ টিআরপির দিক থেকে রয়েছে সকলের আগে। যেমন সিরিয়ালের দিক থেকে জিবাংলা রয়েছে অনেকটাই এগিয়ে।

যেমন ধরুন একটি বড় নিউজ চ্যানেলের একটি খবর কভার করতে খরচ হয় প্রায় কুড়ি হাজার মত। বার্ষিক খরচ 50 থেকে 60 কোটি। কিন্তু অধিকাংশ নিউজ চ্যানেল কোন টাকা নেয় না এই টাকা ইনকাম হয়ে যায় adds এর মাধ্যমে।

আরো পড়ুন: ইউক্রেনে আ’সা রাশিয়ান ট্যাঙ্ক দ’খ’ল করলো তরুণী, ভিডিও ভাইরাল

ধরে নিন আপনি নিজের কোম্পানির এড দেখাবেন কোন চ্যানেলে, তার জন্য টিভি চ্যানেল টি আপনার থেকে মোটা অংকের টাকা ধরে নেবে। প্রতিটি খবরের মাঝে মাঝে যে বিজ্ঞাপন দেখাবে কোন টিভি চ্যানেলটি তার অর্থ আপনার থেকে নিয়ে নেওয়া হবে।

যে চ্যানেলের টিআরপি একেবারে কম সেখানে এক সেকেন্ড প্রচারের জন্য নেবে 1000 টাকা। যে সমস্ত চ্যানেলের টিআরপি মাঝারি সেখানে এক সেকেন্ডের প্রচারের জন্য নেবে ছয় হাজারের মতো। আবার যাদের হাই তারা প্রচারের জন্য নেবে 10 হাজার টাকার মতো অর্থাৎ গড় হিসেব করলে টি চ্যানেল 24 ঘন্টায় ঘন্টা add চালায়।

এই অ্যাপের মাধ্যমে যে সমস্ত ভিআরপি বেশি তারা এক বছরে রোজগার করে নেয় প্রায় 24 শো কোটি টাকা। এবার চলুন জেনে নেওয়া যাক টিআরপি কিভাবে নির্ধারণ করা হয়। প্রথমত কিছু মানুষকে জিজ্ঞেস করে একটি এক্সিট পোল তৈরি করা হয়, যার ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে টিআরপি নির্ণয় করা হয়।

ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিল নামে একটি সংস্থা রয়েছে যারা ঠিক করে দেয় কোন চ্যানেলের টিআরপি কত। টিআরপি সাধারণত দুই ভাবে লেখা হয়।

প্রথমত দেখানো হয় এই চ্যানেলটি কতবার দেখা হচ্ছে এবং কতক্ষণ ধরে দেখা হচ্ছে। দ্বিতীয়তঃ কোন চ্যানেলটিকে মানুষ সব থেকে বেশি পছন্দ করছে। এই দুটি জিনিসের উপর ভিত্তি করে টিআরপি নির্ণয় করা হয়।