সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন এ’তো বাড়ছে আ’ক্রা’ন্তে’র সংখ্যা? রয়েছে তিনটি কারণ!

এটাই তাহলে করোনার তৃতীয় ঢেউ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের দল। দিনের পর দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। কোনো ভাবেই আটকানো সম্ভব হচ্ছে না , করোনার নতুন এই স্ট্রেইন ওমিক্রন ডেল্টার থেকেও বেশী সংক্রামক এমনটাই জানাচ্ছে গবেষকেরা। তাই কোনো ভাবেই দৈনিক সংক্রমণ বৃদ্ধির হাত থেকে কেউ রক্ষা করতে পারছে না দেশকে।

কিন্তু শোনা যাচ্ছে, এই সংক্রমণ নাকি মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করছে অনেকটাই, তবে সব বিশেষজ্ঞদের দল এটা মানতে নারাজ। ওমিক্রনকে মানুষ হালকা ভাবে নিলে বিশাল ভুল করবে, এমন একটা সময় আসবে যখন মানুষকে এর হাত থেকে রক্ষা করাটা মুশকিল হয়ে উঠবে।

এই নিয়ে হু এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, লাগাম ছাড়া ওমিক্রন ছড়ানো একেবারেই কাজের কথা নয়, এটিকে ঠিক সময়ে রোধ করাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিৎ। এই ওমিক্রন ভাইরাসকে কিভাবে আটকানো সম্ভব? তার জন্য মারিয়া জানিয়েছে তিনটি প্রধান কারণ। এগুলোর জন্যই বৃদ্ধি পেয়েছে লাগাম ছাড়া করোনা সংক্রমণ। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে করোনা তার নিজের রূপ বদলাচ্ছে, যাকে বিজ্ঞানের ভাষায় মিউটেশন বলে।

এই মিউটেশনের কারণেই সহজেই মানুষকে আক্রমণ করতে পারছে করোনা। Upper Respiratory Track ফলো করেই এটি সংক্রামিত হচ্ছে দ্রুত। একটা সময় যখন করোনার অন্য রূপ বেশী মাত্রায় ছড়াতো, কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে যত সময় লাগতো, ওমিক্রন তার থেকে সময় কম নিচ্ছে অনেকটাই। যাকে Immune Escape’ বলা হয়, তা পেয়ে গিয়েছে ওমিক্রন সহজেই। অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই পাশ কাটিয়ে দেহে প্রবেশ করতে পারে করোনার নতুন স্ট্রেইন।