সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যগুলোকে কেন্দ্রের ত’র’ফ থেকে সতর্কবা’র্তা, বাড়ছে টমেটো ফ্লু-র আ’ত’ঙ্ক!

টমেটো ফ্লু এবার চিন্তা বাড়াচ্ছে মানুষের, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে সতর্কবার্তা জারি করা হয়েছে, কোনভাবেই যাতে তারা হালকা ভাবে না নেয় এই টমেটো ফ্লুকে। টমেটো স্লুর সাথে মোকাবিলা করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণযোগ্য সেইসব নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শাস্ত্র মন্তব্য তরফ থেকে জানানো হয়েছে এই টমেটো ফ্লু কিন্তু কোভিড নাইনটিন, মাংকি পক্স কিংবা ডেঙ্গুর মত সাদৃশ্য নয়।

এর প্রকারভেদ আলাদা। টমেটো ফ্লোর হাত থেকে বাঁচতে হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নির্দিষ্ট সময় স্যানিটাইজেশন বজায় রাখতে হবে। বিশেষ করে শিশুদের উপর নজর রাখতে হবে। ১-১০ বছরের শিশুদের ওপরে এই নজর খুবই গুরুত্বপূর্ণ।

টমেটো ফ্লু হলে নিজেকে ৫-৭ দিন আইসোলেশনের মধ্যে রাখতে হবে। টমেটো ফ্লু দেখা গেলে গায়ে লাল লাল দাগ, গলা ফুলে যাওয়া , খিদে না পাওয়া শরীরের তাপমাত্রা আচমকাই বৃদ্ধি পাওয়া । এই সমস্ত উপসর্গ দেখা দিলে কোনরকম ঝুঁকি না নিয়ে অবিলম্বে পরীক্ষা করানো উচিত।

আরো পড়ুন: পুজো কমিটিগুলোতে ৬০ হাজার টা’কা অনুদানের বি’রু’দ্ধে জনস্বার্থ মা’ম’লা দা’য়ে’র হলো কলকাতা হাইকোর্টে

এই টমেটো ফ্লু কিন্তু শিশুদের বেশি আক্রমণ করছে। দেশে প্রথম টমেটো ফ্লু এর খোঁজ পাওয়া গেছে ৬ ই মে কেরলের কোল্লাম জেলায় ইতিমধ্যেই ৮২ জনের বেশী জনের শরীরে এই টমেটো ফ্লু এর উপসর্গ দেখা গেছে আর সবাই কিন্তু ৫ বছর বয়সের নিচের শিশু। বর্তমানে টমেটো ফ্লু এর প্রভাব বেশিরভাগ তামিলনাড়ু, কেরালা , কর্ণাটক হরিয়ানা ওড়িশাতে দেখা গিয়েছে।