সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজো কমিটিগুলোতে ৬০ হাজার টা’কা অনুদানের বি’রু’দ্ধে জনস্বার্থ মা’ম’লা দা’য়ে’র হলো কলকাতা হাইকোর্টে

রাজ্যের মোট ৪৩ হাজার পুজোকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ক্ষেত্রে এবার প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এই জনস্বার্থ মামলা, যার আবেদনের শুনানি গ্রহণ করল কলকাতা হাই কোর্ট।

আজ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা দেওয়ার বিরুদ্ধে ও রাজ্যের সিদ্বান্তের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা হয়েছে তার আবেদনের অনুমতি দিয়েছে,জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের আইনজীবী পারমিতা দে-কে।

মনে করা হচ্ছে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মোট দুর্গাপুজোর কমিটি উদ্দেশ্যে ষাট হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

আরো পড়ুন: কো’লে শিশু নিয়ে হাতে খাবারের প্যা’কে’ট নিয়ে খা’বা’র ডেলিভারি, ক্রে’তা’র প্রশ্নে যা বললেন মহিলা

এটা গত দু’বছর ৫০ হাজার টাকা ছিল, সেটাই বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। শুধু তাই নয়এর সাথে বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

তাছাড়া মুখ্যমন্ত্রী নিজেই সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান । বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রশ্ন ওঠাও শুরু হয়েছে।