সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’লে শিশু নিয়ে হাতে খাবারের প্যা’কে’ট নিয়ে খা’বা’র ডেলিভারি, ক্রে’তা’র প্রশ্নে যা বললেন মহিলা

খাবার অর্ডার করেছিলেন অনলাইনে। দরজায় কলিং বেল বাজতেই ছুটে গেলেন তিনি। দরজা খুলেই অবাক হয়ে যাওয়ার মত অবস্থা।খাবারটি অর্ডার করেছিলেন সৌরভ পাঞ্জওয়ানি। দরজা খুলে অর্ডার দেওয়া খাবারটা নিতেই তিনি অবাক হয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা মাথায় হেলমেট, মুখে মাক্স এবং কোলে ছয় মাসের একটি শিশু।

সৌরভ সেই মহিলা ডেলিভারি এজেন্টকে জিজ্ঞেস করলেন, “তিনি কেন ঐরকম ভাবে এই শিশুটিকে নিয়ে রোদে রোদে ঘুরছেন?” মহিলা ডেলিভারি এজেন্টির নাম স্মিত। তিনি হেসে উত্তর দিয়ে বললেন,” আমার দুই ছেলেমেয়ে নিয়ে আমি ডেলিভারি দিয়ে বেড়াই”।

সৌরভের সঙ্গে যখন স্মিতের কথোপকথন চলছিল ঠিক সেইসময় এই দূর থেকে ছুটে এলো বছর পাঁচেকের একটি ছেলে। আবার প্রশ্ন করলেন ওই মহিলাকে, “এই আপনার ছেলে?” মহিলা এজেন্টকে হেসে উত্তর দিলেন,” হ্যাঁ আমি এই দুই ছেলে মেয়েকে নিয়ে ডেলিভারি করি”।

আরো পড়ুন: ৮ বছর মা’ম’লা চলার পর শিক্ষকের চা’ক’রি পেলেন বাঁকুড়ার বাসিন্দা

গোটা ব্যাপারটি জেনে আশ্চর্য হয়ে যান সৌরভ এবং বলেন,” আপনাকে কুর্নিশ জানাই”। গোটা ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ যার ফলে খবরটি পৌঁছে যায় অনলাইন খাবার সংস্থার কাছে। যারপরে সেই মহিলা এজেন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয় সৌরভের কাছে।


অনলাইন খাবার সংস্থাটি সহযোগিতা করতে চান সেই কর্মীকে সেটার ইচ্ছে তারা প্রকাশ করেছেন, যে বিষয়টি জানার পর নেটিজেনদের একাংশ প্রশংসা করেছেন সেই সংস্থাটির।