সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সানি দেওলের পাকিস্তানে যাওয়া কেন আজীবনের জন্য নি’ষি’দ্ধ?

বলিউডের অ্যাকশন চলচ্চিত্রের জন্য অত্যন্ত পরিচিত মুখ সানি দেওল। এক সময়ে তাঁর জনপ্রিয়তা বিশেষ বেড়েছিল বর্ডার, গদর, দ্য হিরো এবং মা তুঝে সালাম- এর মতো দেশাত্মবোধক ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য। তাঁর দেশপ্রেমিক দৃশ্য দর্শকদের বিশেষ মুগ্ধ করত।

আর সেই সমস্ত ছবি দেখে পাকিস্তানের নাগরিক এবং সরকার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে পাকিস্তানের সব সিনেমা হলেই তার ছবি নিষিদ্ধ করে দেওয়া হয়।কারণ এই সমস্ত দেশাত্মবোধক ছবিতে পাকিস্তানি বিরুদ্ধেই অভিনয় করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে তার বলা সংলাপগুলিও বেশ রাগিয়ে তুলেছিল ঐ দেশকে।

২০০১ সালে প্রকাশিত ছবি ‘গদর: এক প্রেম কথা’ -তে তিনি এক ট্রাক চালক ‘তারা সিং’—র ভূমিকায় অভিনয় করেছিলেন। ভারত থেকে পাকিস্তানে যাওয়ার সময় তিনি এক পাকিস্তানি মেয়ে সাকিনার প্রেমে পড়ে। কিন্তু সাকিনার বাবা এসব তাদের প্রেম মেনে নেন না।

আরো খবর: মহাকাশে তারা-নক্ষত্ররা না’কি মৃ’ত্যু’র আগে না’চ করে! বলছে নাসা

এরপর তিনি পাকিস্তানে গিয়ে সাকিনার বাবার সামনে থেকে সাকিনাকে ভারতে নিয়ে আসে। এই এতই সুপারহিট হয়েছিল যে এই ছবি ভারতের প্রায় সব জনপ্রিয় ছবির রেকর্ড ভেঙে দিয়েছিল এবং দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন।

এই ছবিতে অভিনয়ের পর থেকেই শুধু সানির সেই দেশে যাত্রা নয়, সানির ভিসার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়ে যায়।