সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে তারা-নক্ষত্ররা না’কি মৃ’ত্যু’র আগে না’চ করে! বলছে নাসা

সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এক বিশেষ চিত্র। সেই চিত্রের ওপর ভর করে নাসার বিজ্ঞানীরা বলছেন যে মহাকাশে তারা নক্ষত্ররা মৃত্যুর আগে নাচ করে। নাসা এই ছবিটির নামকরণ করেছে ‘মৃত নক্ষত্রের শেষ নাচ’। ওয়েব স্পেস টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে পৃথিবী থেকে ২ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক গ্রহ সাউদার্ন নেবুলা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে।

সেখানে এও দেখা গেছে যে, নেবুলার মধ্যিখান থেকে গোল গোল করে গ্যাস আর ধোঁয়া বেরিয়ে আসছে। ঠিক যেন মহাকাশে তৈরি হয়েছে এক ধোঁয়ার আংটি। আর এটিকেই নাসা ‘ডাইং স্টারস ফাইনাল ডান্স’ বা এক মৃত্যুমুখী তারার শেষ নৃত্য বলেছে।

ঘটনাটি নতুন কিছু নয় বলেই জানিয়েছে নাসা। বছরের পর বছর ধরে মহাকাশে এই ঘটনা ঘটছে, যদিও এই প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল। নাসার পক্ষ থেকে এও জানা যাচ্ছে, “ছবিতে উজ্জ্বল নক্ষত্রটি নাক্ষত্রিক বিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সম্ভবত ভবিষ্যতে এটি তার নিজস্ব গ্রহ নীহারিকার জন্ম দেবে”।

আরো খবর: এ কি কা’ন্ড! বাদ্যয’ন্ত্রে পরিণত হলো ১১১ টি গোসাপ, হ’ত’বা’ক ফরেস্ট ডিপার্টমেন্ট

নর্থরপ গ্রুম্যান কর্প এই জেমস ওয়েব টেলিস্কোপটি তৈরি করেছিল এবং ২০২১ সালের ডিসেম্বর মাসে NASA এবং এর ইউরোপীয় ও কানাডিয়ান সংস্থার জন্য মহাকাশে পাঠানো হয়।