সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ কি কা’ন্ড! বাদ্যয’ন্ত্রে পরিণত হলো ১১১ টি গোসাপ, হ’ত’বা’ক ফরেস্ট ডিপার্টমেন্ট

একটা সময় গ্রামবাংলায় হামেশাই গোসাপ দেখা যেত কিন্তু এখন সেই গোসাপ দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। গোসাপ বর্তমানে একটি বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে, তারা নিজেরা নাম লেখায় নি , মানুষ তাদের বাধ্য করেছে। গোসাপ এখন বিলুপ্তির কারণ একটাই কিছু স্বার্থলোভী মানুষ এই গোসাপ হত্যা করে তাদের চামড়া দিয়ে বাদ্য যন্ত্র তৈরী করে থাকে।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যে ,মুম্বইয়ের (Mumbai) মালাদ অঞ্চলের বাসিন্দা ভগবান মনদলকরের বাড়িতে হানা দেয় বনদপ্তর। আর সেখানে গিয়ে দেখতে পারে ১১৭ টি গোসাপের চামড়া , যেটা অবশ্য রাতারাতি বদলে গেছে বাদ্যযন্ত্রে। ঘুমোট নামের বাদ্যযন্ত্র ,যা একটি তালবাদ্য।

এটি দেখতে খেজুর রসের ঠিলার মতো। বাদ্যযন্ত্রের শরীর মাটির তৈরী হলেও মুখ বন্ধ থাকে চামড়া দিয়ে। আর সেখানেই অভিযুক্ত ১১৭ টি গোসাপের চামড়া ব্যবহার করেছে।

আরো খবর: জাঁ’কি’য়ে আসছে! হু’ড়’মু’ড়ি’য়ে তাপমাত্রা নামবে, উত্তরবঙ্গ জু’ড়ে বইছে ঠা’ন্ডা হাওয়া

পুলিশ খবর পেয়ে সেখানে পৌছোনোর আগেই চামড়া শুকিয়ে গেছে, আর তা দিয়ৈই তৈরী করা হয়েছে বাদ্য যন্ত্র। ইতিমধ্যেই পুলিশ গোসাপের চামড়া ও ঘুমোট উদ্ধার করেছে , তবে বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, কেমন বাজারমূল্য থাকবে এখনই বলা মুশকিল। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।