সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাঁ’কি’য়ে আসছে! হু’ড়’মু’ড়ি’য়ে তাপমাত্রা নামবে, উত্তরবঙ্গ জু’ড়ে বইছে ঠা’ন্ডা হাওয়া

তাহলে বলাই যায় শীতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে রাজ্যে, কারণ একেবারে হুর মুড়িয়ে তাপমাত্রা নিচের দিকে নামছে। আবহাওয়া দপ্তর তোর তরফ থেকে জানানো হয়েছে উত্তরের হাওয়া বইতে শুরু করেছে, মাঝে মাঝেই পশ্চিমে ঝঞ্ঝার খবর পাওয়া গেলেও সেগুলো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

উত্তরের হাওয়ার স্বাভাবিক ছন্দে ফিরে আসা, শীত পিপাসু মানুষদের মনে আনন্দের সঞ্চার করছে। রাজ্যের পর এবার উত্তর ভারতের রাজ্যের কথা যদি বলা যায়, তাহলে মৌসম ভবনের তরফ থেকে প্রবল শৈত্য প্রবাহের কথা জানিয়েছে।

বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই সমস্ত জায়গায় এইরকম দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, আগামী ৩-৫ দিন অবধি শৈত্য প্রবাহের দাপট থাকবে এমনটাই জানিয়েছে মৌসম ভবন। প্রবল কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তর ভারত ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্য যার কারণে স্বাভাবিকভাবে দৃশ্যমানতা কমবে।

আরো খবর: ফের বন্দে ভারত এক্সপ্রেস হা’ম’লা’র শি’কা’র, চি’ড় ধরলো দুই কামরার জানালায়

এদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তাহলে সকাল হতেই কুয়াশাচ্ছন্ন থাকবে চারিপাশ তবে বেলা বাড়ার সাথে সাথে তা পরিষ্কার হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন চার দিন তাপমাত্রা অনেকটাই নিচে নামবে দক্ষিণবঙ্গে।

বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা নামবে ক্রমাগত যার কারণে শীতের দাপট ফিরে আসবে রাজ্যে। মোটকথা চলতি সপ্তাহে শীতের স্পেল থাকবে মারাত্মক, যার কারনেই তাপমাত্রা সর্বোচ্চ ছয় ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।।