সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বন্দে ভারত এক্সপ্রেস হা’ম’লা’র শি’কা’র, চি’ড় ধরলো দুই কামরার জানালায়

বাংলার মানুষের কাছে আশীর্বাদ ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু বছরের প্রথম দিন থেকেই লাগাতার আক্রমণ চলছে এই সেমি হাই স্পিড ট্রেনের উপর। বারবার ট্রেনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তৃতীয় দিনেও একই ছবি নজরে পড়ল। বছরের দ্বিতীয় দিনে মালদহ স্টেশনে ঢোকার মুখে ইট বৃষ্টি করা হয় ট্রেনের উপর। ঠিক একইভাবে এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে ট্রেনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি আপ বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢোকার মুখে ট্রেনের উপর আছড়ে পড়ে ইট। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় c6 c3 এই দুটি কামরা। ফেটে যায় জানলার কাঁচ। যদিও এই ঘটনায় যাত্রীরা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তবুও তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি হাওড়ায় ফেরার পরেই যাত্রীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। হাওড়ার রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তারা অভিযোগ জানিয়েছেন।

গোটা ঘটনায় নর্থ রেল ফ্রন্টিয়ারের তরফে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এদিকে পরপর দুদিন একইভাবে হামলা চালানো হয়েছে ট্রেনের উপর ঘটনার তদন্ত করবার আশ্বাস দিয়েছে কাটিহার রেল ডিভিশন। গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি।

আরো খবর: স্ত্রীকে ৯ বছর আগেই হা’রি’য়েছিলেন, একটি ফোনকলেই একসঙ্গে দম্পতি

বাংলার প্রথম বুলেট ট্রেন এই ট্রেন নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বাংলার যাত্রীদের। কিন্তু বারবার ট্রেনে হামলার মতো ঘটনা ন্যাক্কারজনক বলে দাবি করেছেন রেলযাত্রী থেকে শুরু করে রাজনৈতিক মহল। পাথরের আঘাতে গতকাল বন্দে ভারত ট্রেনের কাঁচের দরজা ভেঙে যায়। দক্ষিণ দিনাজপুরের শামসীর কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে।

এদিকে তদন্ত কমিটি জানাচ্ছে আরেকটু হলেই জানলা থেকে কাঁচ ভেদ করে যাত্রীদের গায়ে লাগতে পারতো। এমনকি তাদের প্রাণ সংশয় হতে পারতো বলেও আশঙ্কা প্রকাশ করেছে রেল।

রাতের অন্ধকারে নয় বরং প্রকাশ্য দিবালোকে কিছু দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। আর এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি শাসকবিরোধী দুই দল একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। বাংলার গর্ব বন্দে ভারত ট্রেন আক্রান্ত হওয়ার দায় কার!