সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতির হা’না গ্রামে, প্রা’ণ গেলো একাধিক গবাদি পশুর, বাঁকুড়ায় ব্যা’প’ক আ’ত’ঙ্ক

বাঘের আতঙ্ক যেতে না যেতেই আবার হাতির দল হানা দিল গ্রামে। আর তার জেড়ে একেবারে গ্রামের গবাদি পশুর যাচ্ছেতাই অবস্থা। অনেক সংখ্যায় গরু, ছাগল, ভেড়া মারা গেছে, তার সাথে অনেক সংখ্যায় আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বাকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ টি হাতির দল গ্রামে হানা দিয়েছে সকাল ৬ টায়, গঙ্গাজলঘাটি রেঞ্জের সীমান্তবর্তী গোপিনাথপুর গ্রামে তান্ডব চালায় হাতি।

হাতির ঠেলায় অনেক সংখ্যায় গবাদি পশু হতাহত হয়। পরে খবর পেয়ে হাতির দলকে তাড়ানোর জন্য বনকর্মীরা এসে পৌছায় কিন্তু তাদের দুপুরেও জঙ্গলে ফেরানো সম্ভব হয় না। বন দফতরের তরফ থেকে জানানো হয়, সকাল ৬ টায় গ্রামের মধ্যে হানা দেয় ১০ টি হাতির দল। সাতসকালে হাতির হানায় আতঙ্কে পরে যায় গ্রামবাসী। তারা কোনোমতে ঘর ছেড়ে গ্রামের একপ্রান্তে গিয়ে থাকলেও। বাড়ির মধ্যে থাকা গবাদি পশু হাতির হানায় হতাহত , আহত হয়।

তবে আগামীতে হাতির দল্ টি যাতে আর গ্রামবাসীদের কোনোভাবেই ক্ষতি করতে না পারে, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। হাতির দলটিকে বেলিয়াতোড় বড়জোড় জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গবাদি পশুর সাথে সাথে গ্রামবাসীর অনেকটাই ফসলের ক্ষতি হয়েছে। একজন কৃষক দাবি জানিয়েছে ক্ষতিপূরণের। তার চাষের বলদকে মেরে দিয়েছে হাতির দল। একেবারে তার কোমড় ভেঙ্গে দিয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছে বনদফতরের ওপর। কোনো ব্যবস্থাই করছে না বন দফতর হাতি তাড়ানোর ক্ষেত্রে। গ্রামে নেই কোনও সার্চ লাইট।