সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনে রেলের টিকিট বুকিংয়ে ব’দ’ল আনলো ভারতীয় রেল, এটি না করলে কা’ট’তে পারবেন না টিকিট

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ IRCTC রেলের অনলাইন টিকিট বুক করার নিয়মে বদল আনতে চলেছে। যার ফলে কিছুটা প্রভাব পড়বে যাত্রীদের জীবনে৷ বিশেষত যাঁরা দীর্ঘদিন টিকিট বুক করেননি, তাঁদের নয়া নিয়মগুলি সম্পর্কে বিশেষভাবে অবহিত হওয়া প্রয়োজন।

এমনকি না জানলে ভবিষ্যতে বেশ কিছু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ভারতীয় রেল গোটা দেশজুড়েই নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে কার্যত প্রধান মাধ্যম। গোটা দেশেই অত্যন্ত অল্প খরচের বিনিময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রীদের নিয়ে যায় ভারতীয় রেল। টিকিট কাটার এই পদ্ধতিতে বদলের পরে তাই কিছুটা হলেও অসুবিধার জায়গা তৈরি হতে পারে যাত্রীদের।

ভারতীয় রেলের এই নতুন নিয়ম অনুযায়ী, যে সকল যাত্রীরা কোভিড অতিমারির সময় দীর্ঘদিন টিকিট কাটেননি, তাঁদেরকে এবার থেকে অনলাইন টিকিট বা ই-টিকিট কাটার জন্যে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ভেরিফাই করতে হবে৷ নাহলে টিকিট কাটা যাবে না৷

আরো পড়ুন: আগামীকাল ভারত ইতিহাস তৈ’রী ক’র’তে চলেছে, দেশবাসী হিসেবে গর্ব হবে আপনার

রেল করোনো অতিমারির সময়ে দীর্ঘদিন চালানো সম্ভব হয়নি৷ অবশেষে স্বাভাবিক হয়েছে পরিষেবা। কিন্তু, ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই টিকিট কাটেননি। সেই অংশের নাগরিকদেরই এবার ভেরিফিকেশন করাতে হবে।