সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ’ক্তি’শা’লী হ’চ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নিয়ে যা বললো হাওয়া অফিস

সময়ের সাথে সাথে নিম্নচাপ নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে, ওড়িশা উপকূল হয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হয়ে চলেছে। যার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে কিছুটা হলেও কম প্রভাব পড়বে।

কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দাফায় দফায়, ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, হালকা মাঝারি বৃষ্টি চলবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই অনুমান করা হচ্ছে।

তবে সমুদ্র এখনো শান্ত হয়নি। কারণ তার উত্তাল রূপ এখনো বিদ্যমান, উঁচু উঁচু ঢেউ জলোচ্ছ্বাস। মৎস্যজীবীদের আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

আরো পড়ুন: রাখির দিন কি কি করলে ভাইয়ের উ’ন্ন’তি হ’বে? জানুন কি বলছে জ্যো’তি’ষ

আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ তাই দীঘা, মন্দারমনি, তাজপুর, বকখালি ও সাগরদ্বীপের এলাকা জুড়ে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে সাথে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে উপকূলে।

তার কারণে আরও বেশী সতর্কতা। আকাশ মেঘলা থাকার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় এখন ২৭-২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

উত্তরবঙ্গের কথা যদি বলা হয় তাহলে বৃষ্টির পরিমাণ এখন কমবে, বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময়ের সাথে সাথে এখন আর্দ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।