সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাখির দিন কি কি করলে ভাইয়ের উ’ন্ন’তি হ’বে? জানুন কি বলছে জ্যো’তি’ষ

আগামী ১১ ই আগস্ট ও ১২ ই আগস্ট এবছর পড়েছে রাখিপূর্নিমার তিথী। এটি একটি অতি পবিত্র দিন হিসেবে মানে সকলে। এই দিনটি ভাই বোনদের দিন। সেদিন বোনেরা তাদের ভাইদের হতে পবিত্র রাখী বেঁধে দিয়ে উজ্জাপন করে এই দিনটা।

তবে জ্যোতিষশাস্ত্রে এই রাখী পূর্ণিমা তিথিতে কিছু নিয়মের কথা বলা আছে। যা এই দিনটিতে করলে সংসারে অনেক উপকার হয়। সবার সাথে সম্পর্ক সুন্দর হয়। গৃহের অনেক উন্নতি হয়। কি সেই নিয়ম বা উপায় আসুন জেনে নেওয়া যাক।

১. এই দিন সকালবেলা স্নান সেরে জলে কালো তিল ভাসিয়ে দেওয়া ভালো এতে পিতৃ পুরুষরা তুষ্ট হন এবং তাদের কৃপা দৃষ্টি প্রদান করে থাকেন বলে মনে করা হয়।

আরো পড়ুন: অবশেষে পেলেন সন্তানসু’খ, বি’য়ে’র ৫৪ বছর পর ৭০ বছরের বৃদ্ধা মা হলেন

২. রাখী বাঁধার জন্য সব সময় লাল ধাগা বা হলুদ ধাগা ব্যাবহার করতে হবে। কালো কোনো মতেই নয়।

৩. ভাই বা দাদাকে সব সময় পূর্ব দিকে মুখ করে বসিয়ে রাখী বাঁধতে হবে।

৪. যে রাখী বাঁধা হবে সেই রাখী যেনো ছেঁড়া না হয়।

৫. আর অবশ্যই যে রাখী বাঁধবেন আগে সেই রাখী মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর চরণ স্পর্শ করিয়ে নিন।

৬. সম্ভব হলে এই দিন নিজের সাধ্য মত গরীব দুঃখী কে অন্ন বা অর্থ দান করুন।

৭. এছাড়াও, সংসারের মঙ্গলার্থে এ দিন বাড়িতে লক্ষ্মী দেবী ও শ্রীবিষ্ণুর পুজো করা ভালো। লক্ষ্মী দেবীর সামনে একটি গোটা নিখুঁত নারকেল রেখে তার পর একটি ঘিয়ের প্রদীপের নীচে কয়েকটি আতপ চাল দিয়ে প্রদীপটি ও ধূপ জ্বালিয়ে বিধি মতো পুজো করুন।

তার পর সন্ধ্যাবেলা নারকেলটি নিয়ে যে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এতে সংসারে মঙ্গল হবে। নিজের ভাইয়ের জীবন ও অনেক মঙ্গলময় হয়ে উঠবে।