সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফুটবল সম্রাট পেলের আ’ত্মা’র শা’ন্তি কা’ম’না’য় পোস্ট, ছবি ভিনিসিয়াসের, ট্রো’লে’র শি’কা’র মধুমিতা

একটা ছোট্ট ভুল থেকে কত বড় সমস্যা হতে পারে তার চিন্তা না করেই মানুষ ভুল করে ফেলে আর ভবিষ্যতে ভুগতে হয়। তারই প্রমাণ মিলল আরো একবার। গতকাল ফুটবল জগতের জন্য খুব শোক পূর্ণ একটি দিন গিয়েছে, যার আবহ এখনও বর্তমান। ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা বিশেষ করে শোকাহত।

কারন কাল কিংবদন্তি ফুটবলার পেলে ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। হটাৎ করেই কাল মধ্য রাতে খবর আসে সোশ্যাল মিডিয়ায় আর নেই পেলে। আর এরপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বিশ্বে। প্রয়াণের আগেই নিজের শেষ সময় বুঝতে পেরে নিজের কাছের মানুষদের থেকে চিরবিদায় চেয়ে নিয়েছিলেন পেলে।

আর তাই খেলার দুনিয়া তো বটেই, বিনোদন জগতের ব্যক্তিত্বদেরও মন খারাপ। যেমন বাংলা ধারাবাহিক খ্যাত মধুমিতা সরকার পেলের আত্মার শান্তি কামনা করে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু পেলের ছবি গুলো পোস্ট করতে গিয়েই ভুল করে ফেলেন।

ফুটবল কিংবদন্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তিনটি বিশ্বকাপ হাতে তাঁর দাঁড়ানো ছবিটি শেয়ার করেন ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের পাখি। কিন্তু সেই ছবিটি ছিল অবসর গ্রহণের পরে তলা। ফুটবল জীবনেরও একটি ছবি ব্যবহার করতে চেয়েছিলেন মধুমিতা। আর এই ছবি ব্যবহার করতে গিয়েই একটি ভুল করে ফেলেন অভিনেত্রী।

আরেকটি ছবি পোস্ট করতে গিয়ে বর্তমান ব্রাজিল দলের তরুণ লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবি শেয়ার করেন। দু’জনের ছবি পাশাপাশি রেখে আত্মার শান্তি কামনাও করেন অভিনেত্রী। আর এই নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। তাঁর এমন কর্মকাণ্ডে অনেকের হাসির খোরাক হয়েছেন তিনি। তবে তাঁর ভুলটা নজরে আসতেই সঙ্গে সঙ্গে বদলে ফেলেন ওই ছবি।

বদলে পেলের ছবি দেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। মধুমিতার আগের পোস্টের স্ক্রিনশট এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। সকলে এটাই বলতে চাইছেন যে একজন অভিনেত্রী হয়েও তার ফুটবলারদের নিয়ে কোনো আইডিয়া নেই। তার সত্বেও এসব পোস্ট করে যাচ্ছেন। তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আর দেননি অভিনেত্রী।