সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাখি পুষলে দূর হ’য়ে যাবে বা’স্তু’দো’ষ! জানুন বাড়িতে কোন কোন পাখি রাখা ভালো

বাড়িতে একটু সুখ শান্তি বজায় রাখতে আমরা কত কিছুই না করি। বিশেষ করে বাড়ির সুখ শান্তি বজায় থাকে বাস্তু তন্ত্রের উপর নির্ভর করে। বিভিন্ন কারণে বাড়িতে নানান রকম বিবাদ ঝগড়া অশান্তি লেগেই থাকে। তার অনেকটাই নির্ভর করে ভুল বাস্তুর উপর। সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন তাই নানান রকম পদ্ধতি মেনে চললে খুব সহজেই আমরা জীবন থেকে এইসব সমস্যা দূর করতে পারি।

অনেকেই বাস্তুশাস্ত্রের উপর ভরসা করেন। শাস্ত্র অনুযায়ী বাড়ি কিংবা ঘর যদি সাজানো হয় তবে খুব সহজেই আর্থিক অনটন পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে বাড়িতে যদি পাখি রাখা হয় তা বেশ উপকারী।

বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে পাখির খাঁচা রাখা যেতে পারে। এমনস্থানে পাখির খাঁচা রাখতে হবে যাতে তারা পর্যাপ্ত আলো এবং বাতাস পায়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে একটি মাটির পাত্রে জল রাখতে পারেন।

আরো খবর: JCB এক লিটার ডিজেলে কতটা মাইলেজ দে’বে? খরচ কতো? আ’তঁ’কে উঠবেন আপনি!

যদি আকাশ থেকে কিংবা গাছ থেকে কোন উড়ন্ত পাখি এসে আপনার ওই মাটির পাত্র থেকে জল খায় তবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সকল অশান্তি থেকে সহজেই মুক্তি পেতে পারবেন।

বাড়িতে অনেকেই লাভ বার্ড রাখেন সেটাও বেশ ভালো। পরিবারের সদস্যদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাখি। বাড়িতে নানান ইতিবাচক শক্তির উৎপন্ন হয়। সৌভাগ্য বয়ে নিয়ে আসে।

তবে মনে রাখবেন বাড়িতে কখনোই পায়রা রাখবেন না। আবার বাড়িতে ঘুঘুর বাসা, বিপদ ডেকে আনতে পারে। কোথায় কিভাবে পাখির খাঁচা রাখবেন সেটা আগে থেকে জেনে নেওয়া ভিশন জরুরি।