সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল ভারত ইতিহাস তৈ’রী ক’র’তে চলেছে, দেশবাসী হিসেবে গর্ব হবে আপনার

১৪ ফেব্রুয়ারি সোমবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই বছরের প্রথম উৎক্ষেপনটি করতে চলেছে। এদিন পৃথিবীর কক্ষপথে যাবে তিনটি কৃত্রিম উপগ্রহ। তার একটি— ভূপর্যবেক্ষণকারী উপগ্রহ ‘ইওএস-০৪’। অন্য দু’টির একটি ছাত্রছাত্রীদের বানানো ‘ইনস্পায়ারস্যাট-১’। তৃতীয়টি, ‘ইনস্যাট-২টিডি’।

ইসরো সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চপ্যাড থেকে সোমবার ভোর ৫টা ৫৯ মিনিটে উৎক্ষেপণ হবে তিনটি উপগ্রহের। ইসরো-র অত্যাধুনিক শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) রকেটের পিঠে চাপিয়ে।

ইসরো জানিয়েছে, ভূপর্যবেক্ষণকারী যে উপগ্রহটিকে এ বার পৃথিবীর কক্ষপথে পাঠানো হচ্ছে সেই ইওএস-০৪-এর আর একটি নাম ‘র‌াডার ইমেজিং স্যাটেলাইট (রাইস্যাট)’। এই উপগ্রহটির মাধ্যমে নতুন কৃষিজমি ও বনাঞ্চলের সন্ধান করা হবে।

আরো পড়ুন: এরা হলেন দেশের সবথেকে লম্বা পরিবারের লোকজন, জুতো আ’না’তে হয় অন্য দেশ থে’কে

বনসৃজনের জন্য বাছা হবে উপযুক্ত এলাকা। এ ছাড়াও ভয়াল বন্যায় নতুন কোন কোন এলাকা ভেসে যেতে পারে তারও মানচিত্র তৈরি করা হবে এই উপগ্রহের পাঠানো ছবি ও তথ্যাদির ভিত্তিতে। উপগ্রহটি কক্ষপথে এক দশক সক্রিয় থাকবে বলে ইসরো-র তরফে জানানো হয়েছে।