সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট ট্রেন দু’র্ঘ’ট’না, ৬ বগি লাইনচ্যু’ত

আবারো বড়সড়ো রেল দুর্ঘটনা। উত্তর ভারতের হরিয়ানায়, লাইনচ্যুত হয়েছে একটি পণ্যবাহী ট্রেন। হরিয়ানার রোহতকে এই বিধ্বংসী রেল দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে লাইন থেকে পাল্টে খেয়ে উল্টে যায় কমপক্ষে ছয়টি বগি। দিল্লি থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল এই ট্রেনটি।

গন্তব্যস্থল ছিল রাজস্থানের সুরাটগঞ্জ। জানা গেছে ট্রেনটিতে বিপদগ্রস্ত তা আগে থেকেই বুঝতে পেরেছিলেন চালক তাই ট্রেন থামিয়ে দিয়েছিলেন। এর ফলে আরও বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ট্রেনটি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

পণ্যবাহী ট্রেন হওয়ায় এই ট্রেনে ছিল না কোন যাত্রী এর ফলে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ট্রেনে থাকা চালক এবং গার্ড দুজনেই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাইনচ্যুত ওয়াগন সরানোর কাজ চলছে জোর কদমে।

আরো খবর: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দ’প্ত’রে চাকরি, কারা কারা আবেদনের যো’গ্য জেনে নিন

কিন্তু কিভাবে ঘটল এই রেল দুর্ঘটনা! জানা গিয়েছে দুটি লাইনের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এক ট্রেন লাইন থেকে অন্য লাইনে ক্রস করবার সময় হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে রেল কর্তৃপক্ষের দাবি যাত্রী না থাকায় বেঁচে গিয়েছে ট্রেনটি।

প্রসঙ্গত শীতকালের ট্রেন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়। এই সময়ে রেললাইন গলিতে বিশেষ পর্যবেক্ষণ জানানো হয় রেল দপ্তরের তরফ থেকে। সতর্কতা থাকতেও ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। পন্যের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সে ব্যাপারে যদিও এখনো কিছু জানা যায়নি।