সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

AICTE Saksham Scholarship: বি’শে’ষ ভাবে স’ক্ষ’ম শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টা’কা’র স্কলারশিপ, জেনে নিন

কেন্দ্রীয় সরকারের তত্‍পরতায় শুরু হয়েছে ‘Saksham’ স্কলারশিপ। এই ধরণের অভিনব উদ্যোগ নেওয়ার কারণ – Technical Education-এ আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের উত্‍সাহী করে তোলা। কারা, কীভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা All India Council for Technical Education অর্থাৎ AICTE-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ‘Saksham’ স্কলারশিপ চালু করা হবে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিন্ন ভাবে সক্ষম শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। যে সমস্ত শিক্ষার্থীরা AICTE নিয়ন্ত্রণাধীন কোনও ইন্সটিটিউশন থেকে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করছেন তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

1. Scholarship -এ কারা আবেদন করতে পারবেন দেখে নেওয়া যাক – ডিগ্রি কোর্সের প্রথম অথবা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ‘Saksham’ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে AICTE স্বীকৃত হতে হবে। ভিন্ন ভাবে সক্ষম শিক্ষার্থীরাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের অক্ষমতার পরিমাণ কমপক্ষে ৪০% হতে হবে। প্রার্থীদের চলতি বছরের পারিবারিক আয়ের বার্ষিক সর্বোচ্চ পরিমাণ ৮ লক্ষ টাকার কম হলে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীদের পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

2. AICTE Saksham Scholarship: আবেদনের তারিখ – বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়া আরও বলা হয়েছে, এ ব্যাপারে আরও বিশদে জানতে শিক্ষার্থীরা AICTE-র অফিসিয়াল ওয়েবসাইট aicte-india.org-তে visit করতে হবে।

3. Scholarship-এ অনলাইন আবেদনের পদ্ধতি – National Scholarship Portal (NSP) -এর মাধ্যমে যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রটি প্রথমে শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে verify করাতে হবে এবং এর পর Department of Technical Education-এর দ্বারা দ্বিতীয় পর্বের verification চলবে। ১৫ ডিসেম্বর, ২০২১ হল প্রতিষ্ঠান মারফত verify করার শেষ দিন।

4. শিক্ষার্থীদের স্কলারশিপের পরিমাণ – নির্বাচিত প্রার্থীদের বার্ষিক ৫০,০০০ টাকা দেওয়া হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩ বছর এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২ বছর এই স্কলারশিপ প্রদান করা হবে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেবলমাত্র সম্পূর্ণ ফর্মই স্কলারশিপের জন্য গৃহীত হবে। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত ফর্ম বাতিল করা হবে। আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি অন্য কোনো স্কলারশিপ বা স্টাইপেন্ডের সুবিধা পায় তাহলে তারা ‘Saksham’ স্কলারশিপ পাবেন না।